Ajker Patrika

রাজশাহীতে এমপি ফারুক চৌধুরীকে সতর্ক করল ইসি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৯: ৪৭
রাজশাহীতে এমপি ফারুক চৌধুরীকে সতর্ক করল ইসি

জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভাঙায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২২ নভেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এসংক্রান্ত একটি চিঠি রাজশাহী-১ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদকে দিয়েছেন। 

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ নভেম্বর সময়সূচি জারি করা হয়েছে। নির্বাচনের সময়সূচি জারির পরে গত ১৭ নভেম্বর রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য আইহাই উচ্চবিদ্যালয় মাঠে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ব্যানারে জনসমাবেশ আয়োজন করেন। এটি জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৮-এর পরিপন্থী কার্যক্রমের প্রয়াস বা উপক্রমের শামিল। 

ফলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সংসদ সদস্য বা উদ্যোগ গ্রহণকারীকে সতর্ক করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে এই চিঠিতে। বিষয়টি নিয়ে কথা বলতে রিটার্নিং কর্মকর্তাকে ফোন করা হয়। তবে তিনি ফোন ধরেননি। তাই তিনি সতর্ক করেছেন কি না, তা জানা যায়নি। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এমপি ওমর ফারুক চৌধুরী গোদাগাড়ী ও তানোর উপজেলায় মোট চারটি সমাবেশ করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সরকারের বিভিন্ন ভাতা ও উপকারভোগীদের নিয়ে এ সমাবেশগুলোর আয়োজন করে। সমাবেশগুলোতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে এমপি ওমর ফারুক চৌধুরী আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত