Ajker Patrika

মাহির আসনে আরও এক হেভিওয়েট প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২১: ২৯
মাহির আসনে আরও এক হেভিওয়েট প্রার্থী

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও উচ্চ আদালতে মনোনয়নপত্র বাতিল হলেও আজ বৃহস্পতিবার দুপুরে আপিলেট ডিভিশনে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। 

এই আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরী। তিনি এ আসনের টানা তিনবারের সংসদ সদস্য। তাঁদের সঙ্গে ভোটের মাঠে আরও এক হেভিওয়েট প্রার্থী আখতারুজ্জামান আক্তার এলেন। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ঈগল প্রতীক নিয়ে তিনি লড়বেন বলেও জানিয়েছেন। 

আখতারুজ্জামান আক্তার গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) তিন মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত বছর জেলা পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়েছিলেন। সে সময় মাত্র ৩২ ভোটে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন। 

স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আক্তারের আইনজীবী জাহিদ ইমাম আজকের পত্রিকাকে জানান, আপিলেট ডিভিশনের চেম্বার আদালতে উচ্চ আদালতের প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। বিচারপতি এম এনায়েতুর রহিম আবেদন মঞ্জুর করেছেন। প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিতে আদালত আদেশ দিয়েছেন। আদালতের আদেশের কপি প্রার্থী নিজেই আদালত থেকে নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন। 

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে এখন মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৪২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী রাজশাহী-১ আসনেই। 

এই ১০ জনের মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীই এখন তিনজন। মাহিয়া মাহি, আখতারুজ্জামান আক্তার ছাড়াও তানোরের মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী এখানে কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁরা তিনজনই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। 

এ আসনে বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা নোঙর, বিএনএফের মো. আল-সাআদ টেলিভিশন, তৃণমূল বিএনপির জামাল খান দুদু সোনালী আঁশ, এনপিপির নুরুন্নেসা আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ ছড়ি ও জাতীয় পার্টির মো. শামসুদ্দীন লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত