Ajker Patrika

নাটোরে পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
Thumbnail image

নাটোরের বড়াইগ্রামে বাদশা মিয়া (৪০) নামে এক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ অভিযোগে উপজেলার জেয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর এলাকায় আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি।

সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী বাদশা মিয়া বলেন, ‘আমার দাদা ১৯৮৮ সালে জাফর আলীর ৭৫ শতক জমির মধ্য ৫৪ শতক জমি কিনেন। ওই জমির পূর্ব অংশ তিনি ভোগদখল করে আসছেন। এর আগে জাফর আলী ১৯৮৩ সালে আবু বক্কর সিদ্দিকের কাছে ১৮ শতক জমি বিক্রি করে। আবু বক্কর সিদ্দিকের সেই জমির পশ্চিমাংশ ভোগদখলে ছিলেন। পরে আবু বক্কর সিদ্দিক আবুল হোসেনের কাছে তা বিক্রি করেন। আবুল হোসেন আবার সালেহা বেগমের কাছে বিক্রি করেন। সালেহা বেগম সেই জমি ২০২২ সালের নভেম্বরে পুলিশের এসআই মিজানুর রহমানের কাছে বিক্রি করেন। মিজানুর রহমান দলিলে জায়গাটি পূর্ব অংশ উল্লেখ করে রেজিষ্ট্রি করে নেন। যা আমাদের ভোগদখলে আছে। সেই জমি দখল করে বাড়ি নির্মাণ করছেন মিজানুর রহমান।’ 

সংবাদ সম্মেলনে বাদশা মিয়া আরও বলেন, ‘গত বছরের ৪ ডিসেম্বর আমাদের জমি দখল করতে আসলে আমি বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দেই। থানা থেকে পুলিশ এসে এসে বাড়ি নির্মাণ করতে নিষেধ করে। কিছুদিন পর মিজানুর আবার নির্মাণকাজ শুরু করেন। আমি আবার থানায় অভিযোগ দিলেও প্রতিকার পাইনি। পরে ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগ দেই। আদালত তখন নিষেধাজ্ঞা জারি করে বড়াইগ্রাম থানা–পুলিশকে কাজ বন্ধের নির্দেশ দেয়। বড়াইগ্রাম থানার এএসআই আব্দুর রউফ ৭ জানুয়ারি কাজ বন্ধের নির্দেশ ও আগামী ২৯ জানুয়ারি মিজানুরকে আদালতে হাজির হতে বলেন। কিন্তু মিজানুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।’

এ বিষয়ে সালেহা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘পশ্চিম অংশ আমাদের ও পূর্ব অংশ বাদশা মিয়ার ভোগদখলে ছিল। কিন্তু কোনো দলিলেই কাত উল্লেখ নেই। এবার রেজিষ্টির সময় মহরি সেই কাত লিখে দিয়েছেন। মিজানুর পূর্ব অংশ রেজিষ্টি করে নিয়েছে আমরা বুঝতে পারি নাই।’ 

পুলিশ সদস্য মিজানুর রহমান (৩৭) জরুরি সেবা ৯৯৯ এর কল সেন্টারে কর্মরত। তিনি উপজেলার আহম্মেদপুর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই)। 

এ বিষয়ে মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যেভাবে জমি কিনেছি সেভাবেই বাড়ি করছি। তাই দখলের অভিযোগ ভিত্তিহীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত