বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বাদশা মিয়া (৪০) নামে এক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ অভিযোগে উপজেলার জেয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর এলাকায় আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি।
সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী বাদশা মিয়া বলেন, ‘আমার দাদা ১৯৮৮ সালে জাফর আলীর ৭৫ শতক জমির মধ্য ৫৪ শতক জমি কিনেন। ওই জমির পূর্ব অংশ তিনি ভোগদখল করে আসছেন। এর আগে জাফর আলী ১৯৮৩ সালে আবু বক্কর সিদ্দিকের কাছে ১৮ শতক জমি বিক্রি করে। আবু বক্কর সিদ্দিকের সেই জমির পশ্চিমাংশ ভোগদখলে ছিলেন। পরে আবু বক্কর সিদ্দিক আবুল হোসেনের কাছে তা বিক্রি করেন। আবুল হোসেন আবার সালেহা বেগমের কাছে বিক্রি করেন। সালেহা বেগম সেই জমি ২০২২ সালের নভেম্বরে পুলিশের এসআই মিজানুর রহমানের কাছে বিক্রি করেন। মিজানুর রহমান দলিলে জায়গাটি পূর্ব অংশ উল্লেখ করে রেজিষ্ট্রি করে নেন। যা আমাদের ভোগদখলে আছে। সেই জমি দখল করে বাড়ি নির্মাণ করছেন মিজানুর রহমান।’
সংবাদ সম্মেলনে বাদশা মিয়া আরও বলেন, ‘গত বছরের ৪ ডিসেম্বর আমাদের জমি দখল করতে আসলে আমি বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দেই। থানা থেকে পুলিশ এসে এসে বাড়ি নির্মাণ করতে নিষেধ করে। কিছুদিন পর মিজানুর আবার নির্মাণকাজ শুরু করেন। আমি আবার থানায় অভিযোগ দিলেও প্রতিকার পাইনি। পরে ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগ দেই। আদালত তখন নিষেধাজ্ঞা জারি করে বড়াইগ্রাম থানা–পুলিশকে কাজ বন্ধের নির্দেশ দেয়। বড়াইগ্রাম থানার এএসআই আব্দুর রউফ ৭ জানুয়ারি কাজ বন্ধের নির্দেশ ও আগামী ২৯ জানুয়ারি মিজানুরকে আদালতে হাজির হতে বলেন। কিন্তু মিজানুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।’
এ বিষয়ে সালেহা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘পশ্চিম অংশ আমাদের ও পূর্ব অংশ বাদশা মিয়ার ভোগদখলে ছিল। কিন্তু কোনো দলিলেই কাত উল্লেখ নেই। এবার রেজিষ্টির সময় মহরি সেই কাত লিখে দিয়েছেন। মিজানুর পূর্ব অংশ রেজিষ্টি করে নিয়েছে আমরা বুঝতে পারি নাই।’
পুলিশ সদস্য মিজানুর রহমান (৩৭) জরুরি সেবা ৯৯৯ এর কল সেন্টারে কর্মরত। তিনি উপজেলার আহম্মেদপুর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই)।
এ বিষয়ে মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যেভাবে জমি কিনেছি সেভাবেই বাড়ি করছি। তাই দখলের অভিযোগ ভিত্তিহীন।’
নাটোরের বড়াইগ্রামে বাদশা মিয়া (৪০) নামে এক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ অভিযোগে উপজেলার জেয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর এলাকায় আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি।
সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী বাদশা মিয়া বলেন, ‘আমার দাদা ১৯৮৮ সালে জাফর আলীর ৭৫ শতক জমির মধ্য ৫৪ শতক জমি কিনেন। ওই জমির পূর্ব অংশ তিনি ভোগদখল করে আসছেন। এর আগে জাফর আলী ১৯৮৩ সালে আবু বক্কর সিদ্দিকের কাছে ১৮ শতক জমি বিক্রি করে। আবু বক্কর সিদ্দিকের সেই জমির পশ্চিমাংশ ভোগদখলে ছিলেন। পরে আবু বক্কর সিদ্দিক আবুল হোসেনের কাছে তা বিক্রি করেন। আবুল হোসেন আবার সালেহা বেগমের কাছে বিক্রি করেন। সালেহা বেগম সেই জমি ২০২২ সালের নভেম্বরে পুলিশের এসআই মিজানুর রহমানের কাছে বিক্রি করেন। মিজানুর রহমান দলিলে জায়গাটি পূর্ব অংশ উল্লেখ করে রেজিষ্ট্রি করে নেন। যা আমাদের ভোগদখলে আছে। সেই জমি দখল করে বাড়ি নির্মাণ করছেন মিজানুর রহমান।’
সংবাদ সম্মেলনে বাদশা মিয়া আরও বলেন, ‘গত বছরের ৪ ডিসেম্বর আমাদের জমি দখল করতে আসলে আমি বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দেই। থানা থেকে পুলিশ এসে এসে বাড়ি নির্মাণ করতে নিষেধ করে। কিছুদিন পর মিজানুর আবার নির্মাণকাজ শুরু করেন। আমি আবার থানায় অভিযোগ দিলেও প্রতিকার পাইনি। পরে ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগ দেই। আদালত তখন নিষেধাজ্ঞা জারি করে বড়াইগ্রাম থানা–পুলিশকে কাজ বন্ধের নির্দেশ দেয়। বড়াইগ্রাম থানার এএসআই আব্দুর রউফ ৭ জানুয়ারি কাজ বন্ধের নির্দেশ ও আগামী ২৯ জানুয়ারি মিজানুরকে আদালতে হাজির হতে বলেন। কিন্তু মিজানুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।’
এ বিষয়ে সালেহা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘পশ্চিম অংশ আমাদের ও পূর্ব অংশ বাদশা মিয়ার ভোগদখলে ছিল। কিন্তু কোনো দলিলেই কাত উল্লেখ নেই। এবার রেজিষ্টির সময় মহরি সেই কাত লিখে দিয়েছেন। মিজানুর পূর্ব অংশ রেজিষ্টি করে নিয়েছে আমরা বুঝতে পারি নাই।’
পুলিশ সদস্য মিজানুর রহমান (৩৭) জরুরি সেবা ৯৯৯ এর কল সেন্টারে কর্মরত। তিনি উপজেলার আহম্মেদপুর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই)।
এ বিষয়ে মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যেভাবে জমি কিনেছি সেভাবেই বাড়ি করছি। তাই দখলের অভিযোগ ভিত্তিহীন।’
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৫ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৬ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৬ ঘণ্টা আগে