Ajker Patrika

তাড়াশে জিংক সমৃদ্ধ নতুন জাতের ধান চাষ শুরু 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে জিংক সমৃদ্ধ নতুন জাতের ধান চাষ শুরু 

সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত ‘বঙ্গবন্ধু-১০০’ জাতের ধানের চাষ করা হয়েছে। জিংক সমৃদ্ধ নতুন জাতের উৎকৃষ্ট মানের ওই ধান কৃষকেরা দ্বিগুণ ফলনের স্বপ্ন দেখছেন। 

উপজেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে, চলতি বোরো মৌসুমে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামের কৃষক জাহের আলীর তিন বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে ওই জিংক সমৃদ্ধ ধান চাষ করা হয়েছে। সম্প্রতি স্কেলিং আপ প্রিমিয়াম কোয়ালিটি রাইস ইন নর্দান রিজিয়ন অব বাংলাদেশের (এ্যাসেডস) নির্বাহী পরিচালক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বঙ্গবন্ধু-১০০ জাতের ওই ধানখেত পরিদর্শন করেছেন। 

পরিদর্শনকালে তিনি বলেন, বঙ্গবন্ধু-১০০ জাতের ধানের গড় ফলন হেক্টর প্রতি কমপক্ষে সাড়ে ৭০০ টন। যা অন্যান্য ধানের তুলনায় দ্বিগুণ ফলন। আগামী বছরে ওই ধান সারা দেশে ব্যাপকভাবে চাষ করা হবে। 

এ বিষয়ে কৃষক জাহের আলী বলেন, উপজেলা কৃষি অফিসের লোকজনের পরামর্শে তিন বিঘা জমিতে বঙ্গবন্ধু-১০০ জাতের ধানের চাষ করেছি। তাঁদের সহযোগীতা ও পরামর্শে ধান রোপণের পর থেকে সঠিক মাত্রায় সার, কীটনাশক ও পরিচর্যা করা হয়েছে। অন্যান্য জাতের ধানের চেয়ে ওই ধানের ফলন অনেকটাই বেশি হবে আশা করছি। ওই ধান এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। 

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু-১০০ নতুন জাতের ধানে পোকামাকড়ের আক্রমণ কম হয়। বালাইনাশক তুলনামূলকভাবে অন্যান্য ধানের চেয়ে কম লাগে। উপসী জাতের ধান কম সময়ে ধান কাটা যাবে এবং ফলনও হবে অনেক বেশি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত