Ajker Patrika

দেশের স্বার্থে দুর্নীতি থেকে সরে আসতে হবে: দুদক কমিশনার

বগুড়া প্রতিনিধি
দেশের স্বার্থে দুর্নীতি থেকে সরে আসতে হবে: দুদক কমিশনার

দুদকের কমিশনার মো. মোজাম্মেল হক খান বলেছেন, মানুষের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। গণশুনানি দ্বারা দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। দুর্নীতি থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের প্রত্যেকেরই মানসিকতার পরিবর্তন করতে হবে। দুর্নীতি সমাজকে কলুষিত করে এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দেশের বৃহৎ স্বার্থে আমাদের দুর্নীতি থেকে সরে আসতে হবে। জনগণের সচেতনতার লক্ষ্যে যেসব স্লোগান স্থান পেয়েছে, সেগুলোকে আত্মস্থ করতে হবে।

আজ বুধবার সকালে বগুড়ায় শহীদ টিটু মিলনায়তনে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে এক গণশুনানিতে তিনি একথা বলেন। গণশুনানিতে মোজাম্মেল হক প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে গণশুনানিতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে যাঁরা হয়রানি হয়েছেন, তাঁদের অভিযোগগুলো আমলে নেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

চট্টগ্রামে মধ্যরাতে শিবির ছাত্রদল মুখোমুখি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত