সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
হরতালে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় করা মামলায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে ১০ জনই অজ্ঞাত আসামি। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে প্রধান আসামি করে ৮১ জনের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রাতে জামালপুর রেলওয়ে থানার মামলাটি দায়ের করা হয়। আসামিদের মধ্যে ৪০ জনই অজ্ঞাত, আর এজাহার নামীয় ৪১ জন।
মামলায় রেলের প্রায় কোটি টাকা মূল্যের সম্পদ আগুনে পুড়ে বিনষ্ট হয়ে গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদী সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের।
গ্রেপ্তার হওয়া বাকি আসামিরা হলেন মুনছের আলী (৩৬), বাবু মিয়া (৫৫), রমজান আলী (৩৫), রেজাউল করিম (৪৫), নজরুল ইসলাম (৩২), সুজন মিয়া (৩৪), রাজা মিয়া (২৬), আশিক মিয়া (১৯), মোরাদ হাসান (২৩) ও মোশারফ হোসেন ওরফে আকাশ (২৫)।
এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলজার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সরিষাবাড়ীতে যাত্রীবাহী ট্রেনের বগিতে দাহ্য পদার্থ দ্বারা আগুন লাগিয়ে কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে। এ অপরাধে পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতিকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিদের আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
গত শনিবার দিবাগত রাতে সরিষাবাড়ী রেলস্টেশন থেকে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এ সময় আতঙ্কিত কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সরিষাবাড়ী-তারাকান্দি রেলপথে ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।
হরতালে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় করা মামলায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে ১০ জনই অজ্ঞাত আসামি। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে প্রধান আসামি করে ৮১ জনের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রাতে জামালপুর রেলওয়ে থানার মামলাটি দায়ের করা হয়। আসামিদের মধ্যে ৪০ জনই অজ্ঞাত, আর এজাহার নামীয় ৪১ জন।
মামলায় রেলের প্রায় কোটি টাকা মূল্যের সম্পদ আগুনে পুড়ে বিনষ্ট হয়ে গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদী সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের।
গ্রেপ্তার হওয়া বাকি আসামিরা হলেন মুনছের আলী (৩৬), বাবু মিয়া (৫৫), রমজান আলী (৩৫), রেজাউল করিম (৪৫), নজরুল ইসলাম (৩২), সুজন মিয়া (৩৪), রাজা মিয়া (২৬), আশিক মিয়া (১৯), মোরাদ হাসান (২৩) ও মোশারফ হোসেন ওরফে আকাশ (২৫)।
এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলজার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সরিষাবাড়ীতে যাত্রীবাহী ট্রেনের বগিতে দাহ্য পদার্থ দ্বারা আগুন লাগিয়ে কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে। এ অপরাধে পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতিকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিদের আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
গত শনিবার দিবাগত রাতে সরিষাবাড়ী রেলস্টেশন থেকে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এ সময় আতঙ্কিত কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সরিষাবাড়ী-তারাকান্দি রেলপথে ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।
গত ১৯ এপ্রিল সংবাদ সম্মেলনে ৪ মের মধ্যে দাবি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনের পর সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই তাঁরা দুই ঘণ্টা কর্মবিরতিতে যাচ্ছেন।
৯ মিনিট আগেঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন কার্যালয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দিয়েছেন।
৪৪ মিনিট আগেগতকাল শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের রেললাইনে এক যুবক আর ওই কিশোর ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের। আহতাবস্থায় কিশোরটিকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
১ ঘণ্টা আগেরাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। যা বিক্রি হয়েছে ৫২ হাজার ১৬০ টাকায়।
১ ঘণ্টা আগে