Ajker Patrika

নকলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি
নকলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের নকলায় ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সরকারি হাজী জালমামুদ কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নে ৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য ৮২ জন প্রিজাইডিং, ৩৫৪ জন সহকারী প্রিজাইডিং ও ৭০৮ জন পোলিং কর্মকর্তা ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন। 

দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, সরকারি হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলতাব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত