নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় নিজ বাড়ি থেকে মলি বেগম (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চর অষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মলি ওই এলাকার বেসরকারি চাকরিজীবী মকছেদ আলীর মেয়ে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরগোয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। তিন বোনের মধ্যে মলি ছিল মেজ।
নকলা থানার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চরভাবনা গ্রামের মকছেদ আলীর বসতঘরের একটি কক্ষের মেঝে থেকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় মলি নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবার দাবি করছে, গতকাল বিকেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মলি।
মলির বাবা মকছেদ আলী বলেন, ‘দুপুরে মলির সঙ্গে ফোনে কথা হয়েছিল। বিকেলে বাড়ি থেকে ফোন করে আমাকে জানায়, মলি আত্মহত্যা করেছে। তখন পরিবারের অন্যরা খেতে আলু তুলতে গিয়েছিল। খবর পেয়ে আমি নকলা থানায় আসি। মলি কী কারণে আত্মহত্যা করেছে, তা আমি জানি না।’
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মলির মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের নকলায় নিজ বাড়ি থেকে মলি বেগম (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চর অষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মলি ওই এলাকার বেসরকারি চাকরিজীবী মকছেদ আলীর মেয়ে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরগোয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। তিন বোনের মধ্যে মলি ছিল মেজ।
নকলা থানার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চরভাবনা গ্রামের মকছেদ আলীর বসতঘরের একটি কক্ষের মেঝে থেকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় মলি নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবার দাবি করছে, গতকাল বিকেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে মলি।
মলির বাবা মকছেদ আলী বলেন, ‘দুপুরে মলির সঙ্গে ফোনে কথা হয়েছিল। বিকেলে বাড়ি থেকে ফোন করে আমাকে জানায়, মলি আত্মহত্যা করেছে। তখন পরিবারের অন্যরা খেতে আলু তুলতে গিয়েছিল। খবর পেয়ে আমি নকলা থানায় আসি। মলি কী কারণে আত্মহত্যা করেছে, তা আমি জানি না।’
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মলির মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি এবং জাতীয় সংসদ ভবন এলাকাসহ সংশ্লিষ্ট সড়কগুলোতে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
২ মিনিট আগেতখন গুলিতে রেদোয়ান হোসেন সাগরের বুকের বাম পাঁজর ও পেট ঝাঁঝরা হয়। কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় অন্তত ২০-৩০ জনকে। সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। পুরো শহরজুড়ে নেমে আসে আতংক।
১৭ মিনিট আগে২০২৫ সালের ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্যের পর সারাদেশে যে ছাত্রআন্দোলন গড়ে ওঠে, তার ঢেউ লাগে সাতক্ষীরাতেও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের হুমকি-ধামকি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল করতেন।
২৯ মিনিট আগেমসজিদ কমিটির সদস্য ও স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, ইউপি সদস্য আল-আমিন বরাদ্দ পাওয়া ৫০ হাজার টাকা উত্তোলন করে তা ব্যক্তিগত কাজে খরচ করেছেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি টিউবওয়েল স্থাপন না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছেন।
১ ঘণ্টা আগে