Ajker Patrika

আজ রাজধানীতে দিনব্যাপী অনুষ্ঠান: কোন পথে চলাচল করবেন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১০: ২১
ছবি: গুগল ম্যাপস
ছবি: গুগল ম্যাপস

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি এবং জাতীয় সংসদ ভবন এলাকাসহ সংশ্লিষ্ট সড়কগুলোতে চলাচলকারী গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

আজ মঙ্গলবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শোর আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায় ডিএমপি ওই এলাকায় যান চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে। জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে

  • মানিক মিয়া অ্যাভিনিউ: এখানে সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো চলবে। তাই এই সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
  • জাতীয় সংসদ ভবন এলাকা: অনুষ্ঠানের কারণে সংসদ ভবন এলাকার আশপাশের সড়কগুলোতেও যান চলাচল সীমিত থাকবে।

বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা

অনুষ্ঠানের কারণে যেসব রুটে যান চলাচলে প্রভাব পড়বে এবং বিকল্প হিসেবে কোন সড়কগুলো ব্যবহার করা যাবে, সে বিষয়ে ডিএমপি বিস্তারিত নির্দেশনা দিয়েছে:

  • মিরপুর বা মোহাম্মদপুর থেকে আসা যানবাহন: মিরপুর বা মোহাম্মদপুর থেকে আসা গাড়িগুলোকে আড়ং ক্রসিংয়ে বামে মোড় না নিয়ে সোজা ধানমন্ডি-২৭ হয়ে চলাচল করতে বলা হয়েছে।
  • সায়েন্স ল্যাব থেকে আসা যানবাহন: সায়েন্স ল্যাবের দিক থেকে আসা গাড়িগুলো মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে বিজয় সরণি হয়ে চলাচল করবে।
  • ফার্মগেট থেকে ধানমন্ডিগামী যানবাহন (এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে) : এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ধানমন্ডিগামী গাড়িগুলোকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে। সম্ভব হলে, ফার্মগেট এক্সিট র‍্যাম্প এড়িয়ে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
  • ফার্মগেট থেকে মিরপুরগামী যানবাহন: ফার্মগেট থেকে মিরপুরের দিকে আসা গাড়িগুলোকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে সোজা বিজয় সরণি হয়ে চলাচল করতে বলা হয়েছে।
  • মিরপুর থেকে ফার্মগেটগামী যানবাহন: মিরপুর থেকে ফার্মগেটগামী গাড়িগুলোকে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এই রুটের বিকল্প হিসেবে আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

পার্কিং ব্যবস্থা

অনুষ্ঠানে আগত দর্শকদের গাড়ি পার্কিংয়ের জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। ডিএমপি জানিয়েছে, দর্শনার্থীদের গাড়ি আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে।

অনুষ্ঠানের সময়সূচি

সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠান সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানের প্রধান আকর্ষণগুলো হলো:

  • সকাল ১১ টা: বিভিন্ন শিল্পগোষ্ঠীর সংগীত পরিবেশনা।
  • বেলা ২টা ১৫ মিনিট: ফ্যাসিস্টের পলায়ন উদ্‌যাপন।
  • বিকেল ৫ টা: ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ।
  • সন্ধ্যা ৭টা ৩০ মিনিট: বিশেষ ড্রোন শো।
  • রাত ৮ টা: জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’-এর পরিবেশনা।

এ আয়োজন উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়ার অ্যাভিনিউয়ে প্রচুর জনসমাগম হবে। এ কারণে নগরবাসীকে যান চলাচলের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিশেষ দিনে নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে চলাচল করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত