নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় ধানখেত থেকে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি নামক বিলের পাশের ধানখেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রুবেল মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে যাত্রীর সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান রুবেল। রাতে আর ফেরেননি তিনি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেহি নামক বিলের পাশের ধানখেতে রুবেলের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা রুবেলকে হত্যা করেছে।
উপজেলার জারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হীরা মিয়া জানান, ‘আজ দুপুরের দিকে ছোট ছোট ছেলেমেয়েরা ওই বিলের পাশে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। স্থানীয় লোকজন নিয়ে গিয়ে দেখি গলাকাটা লাশটি খেতে পড়ে রয়েছে। তবে তাঁর পা দুটি বস্তা দিয়ে বাঁধা ছিল।
নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারা রাত খুঁজেছি। আজ বিকেলে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে।’
পূর্বধলা থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।
নেত্রকোনার পূর্বধলায় ধানখেত থেকে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি নামক বিলের পাশের ধানখেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রুবেল মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে যাত্রীর সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান রুবেল। রাতে আর ফেরেননি তিনি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেহি নামক বিলের পাশের ধানখেতে রুবেলের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা রুবেলকে হত্যা করেছে।
উপজেলার জারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হীরা মিয়া জানান, ‘আজ দুপুরের দিকে ছোট ছোট ছেলেমেয়েরা ওই বিলের পাশে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। স্থানীয় লোকজন নিয়ে গিয়ে দেখি গলাকাটা লাশটি খেতে পড়ে রয়েছে। তবে তাঁর পা দুটি বস্তা দিয়ে বাঁধা ছিল।
নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টায় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি সারা রাত খুঁজেছি। আজ বিকেলে শুনি ধানের জমিতে আমার ছেলের লাশ পাওয়া গেছে।’
পূর্বধলা থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।
‘এই যে ভাই ব্রাশ ২০ টাকা, মাত্র ২০ টাকা। ব্র্যান্ডের ব্রাশ ২০ টাকা।’—রাজধানীর গুলিস্তানের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে বেজে চলছে পথচারীদের উদ্দেশে হ্যান্ডমাইকের রেকর্ড। পাশের ভ্যান গাড়িতে থাকা ভ্রাম্যমাণ আরেক দোকান থেকে ভেসে আসছে, ‘গার্মেন্টস আইটেম পাচ্ছেন মাত্র ১০০ টাকা, গেঞ্জি পাচ্ছেন ১০০ টাকা...
৪৩ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জে দুই দুগ্ধ সমিতির সদস্যদের মধ্যে ১ কোটি ৬০ লাখ টাকা ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনেকে ঋণের টাকায় দুধ উৎপাদনের গাভি না কিনে কোরবানিতে বিক্রির জন্য ষাঁড় কিনেছেন। কেউ অন্য ব্যবসায় টাকা বিনিয়োগ করেছেন। কেউ আবার অন্যের গোয়ালঘর দেখিয়ে ঋণ নিয়েছেন।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে হাজারো সমর্থকের ঘেরাওয়ের মুখে পড়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের দেওভোগ এলাকায় আইভীর বাড়িতে সদর মডেল থানা পুলিশ অভিযানে যায়।
১ ঘণ্টা আগেরাজশাহীর দুর্গাপুরে জেলা প্রশাসনঘোষিত সময়সীমা না মেনে কোনো কোনো ব্যবসায়ী অপরিপক্ব আম পাড়া শুরু করেছেন বলে জানা গেছে। এসব আম বেশির ভাগই পাঠানো হচ্ছে ঢাকায়। কিছু কিছু বিক্রি করা হচ্ছে স্থানীয় বাজারে।
১ ঘণ্টা আগে