Ajker Patrika

স্কুলের বারান্দায় মাদকের আড্ডা, বাধা দেওয়ায় ৪ তরুণকে কুপিয়ে জখম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে স্কুলের বারান্দায় মাদক সেবন করছিলেন কয়েক যুবক। বিষয়টি দেখে স্থানীয় ১০-১২ জন তরুণ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৪ তরুণকে কুপিয়ে জখম করেছেন মাদকসেবীরা। এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।

এ ঘটনায় ৪ তরুণকে উদ্ধার করে পাশের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। রাফিন মিয়া নামের এক তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে নান্দাইল মডেল থানায় মাদকসেবীসহ ৮ জনকে অভিযুক্ত করে অভিযোগ করেছেন আহত রাফিন মিয়ার পিতা মো. রোস্তম আলী।

নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রামদী গ্রামের রাকিব মিয়া (২০), দেলোয়ার (২১), সিয়াম মিয়া (২০) আশিক (২০), নাঈম (২৫), কাইয়ুম (২৩) নামের কয়েক যুবক দেশীয় অস্ত্র নিয়ে স্কুলের মাঠে মাদক সেবক করছিলেন।

এ সময় একই গ্রামের ১০-১২ জন তরুণ বাধা দিলে উত্তেজিত হয়ে মাদকসেবীরা হামলা করেন। এতে রাফিন মিয়া (১৬), মাহমুদুল হাসান ফাহিম (১৭), নুরুল আমিন (১৭), আতিকুল ইসলামকে (২২) কুপিয়ে মারাত্মক জখম করা হয়। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাফিন মিয়া নামের একজনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযুক্ত রাকিবের মা শিরিন আক্তার বলেন, ‘ছেলে স্কুলের মাঠে ক্যারম খেলছিল। তাই বাগ্‌বিতণ্ডা হয়েছিল।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত