Ajker Patrika

আমগাছের ডালে ঝুলছিল তরুণের মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৭: ২৭
Thumbnail image

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক তরুণের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার সিধলী ইউনিয়নের কাকুরিয়া মাছিম গ্রামে আমগাছের ডাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম কাকুরিয়া মাছিম গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি কৃষিশ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালামের জন্মগতভাবেই কিছুটা মানসিক সমস্যা ছিল। বনিবনা না হওয়ায় সম্প্রতি স্ত্রী তাঁকে তালাক দেন। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে মায়ের সঙ্গে ঘুমিয়ে যান।

আজ বুধবার ভোরে মা আনোয়ারা বেগমের ঘুম ভেঙে গেলে তাঁর ছেলেকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে নিজ বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত আবুল কালমাকে দেখতে পান।

পরে সিধলী পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সিধলী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত