ময়মনসিংহ প্রতিনিধি
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। গণতন্ত্র শুধু হারাবে না, মানুষ তাঁর মৌলিক অধিকার হারিয়ে ফেলবেন। তাঁদের কণ্ঠ রুদ্ধ হবে।’ আজ বৃহস্পতিবার ময়মনসিংহে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মহানগরীর সিলভার ক্যাসেল মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান।
বক্তৃতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রহমান, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার-উল-আলম প্রমুখ।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা এসেছি শহীদ আবু সাঈদ, মুগ্ধদের রক্তের দায় থেকে দেশের মানুষকে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে। একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিতে। যদি আমরা ফেল করি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। বাংলাদেশ গণতন্ত্রই শুধু হারাবে না, মানুষ তাঁর মৌলিক অধিকার হারিয়ে ফেলবেন। তাঁদের কণ্ঠ রুদ্ধ হবে।’
বিচার বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মো. আসাদুজ্জামান বলেন, ‘গত ১৫ বছরে ৬০ লাখেরও বেশি মানুষকে মিথ্যা ও গায়েবি মামলায় আসামি করা হয়েছে। এসব মামলার অধিকাংশ বাদী পুলিশ। অতীতে জুরিসপ্রুডেন্স লিখতে গিয়ে, রায় দিতে গিয়ে, জামিন দিতে গিয়ে যে তথ্য ফলো করতেন, সেটা হলো এফআইআরে নাম নেই, সুতরাং জামিন দেওয়া যায় না। অথচ নন-বেলিবল মামলায় জামিন দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন, আপনারা জুরিসপ্রুডেন্স রচনা করুন।’
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে একজন আসামিকে ফরোয়ার্ড করার সময় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করুন। এফআইআরে নাম না থাকতে পারে; কিন্তু তাঁকে কী কারণে গ্রেপ্তার করলেন, তিনি কীভাবে অপরাধে অংশগ্রহণ করেছেন—এ কথাগুলো থাকলে বিচার বিভাগে জুরিসপ্রুডেন্সে অনেক সহজ হবে।’
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। গণতন্ত্র শুধু হারাবে না, মানুষ তাঁর মৌলিক অধিকার হারিয়ে ফেলবেন। তাঁদের কণ্ঠ রুদ্ধ হবে।’ আজ বৃহস্পতিবার ময়মনসিংহে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মহানগরীর সিলভার ক্যাসেল মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান।
বক্তৃতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রহমান, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার-উল-আলম প্রমুখ।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা এসেছি শহীদ আবু সাঈদ, মুগ্ধদের রক্তের দায় থেকে দেশের মানুষকে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে। একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিতে। যদি আমরা ফেল করি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। বাংলাদেশ গণতন্ত্রই শুধু হারাবে না, মানুষ তাঁর মৌলিক অধিকার হারিয়ে ফেলবেন। তাঁদের কণ্ঠ রুদ্ধ হবে।’
বিচার বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মো. আসাদুজ্জামান বলেন, ‘গত ১৫ বছরে ৬০ লাখেরও বেশি মানুষকে মিথ্যা ও গায়েবি মামলায় আসামি করা হয়েছে। এসব মামলার অধিকাংশ বাদী পুলিশ। অতীতে জুরিসপ্রুডেন্স লিখতে গিয়ে, রায় দিতে গিয়ে, জামিন দিতে গিয়ে যে তথ্য ফলো করতেন, সেটা হলো এফআইআরে নাম নেই, সুতরাং জামিন দেওয়া যায় না। অথচ নন-বেলিবল মামলায় জামিন দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন, আপনারা জুরিসপ্রুডেন্স রচনা করুন।’
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে একজন আসামিকে ফরোয়ার্ড করার সময় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করুন। এফআইআরে নাম না থাকতে পারে; কিন্তু তাঁকে কী কারণে গ্রেপ্তার করলেন, তিনি কীভাবে অপরাধে অংশগ্রহণ করেছেন—এ কথাগুলো থাকলে বিচার বিভাগে জুরিসপ্রুডেন্সে অনেক সহজ হবে।’
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
২ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
২ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
২ ঘণ্টা আগে