Ajker Patrika

দুর্গাপুর পৌর উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন সাদ্দাম আকঞ্জি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১২: ৩১
দুর্গাপুর পৌর উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন সাদ্দাম আকঞ্জি

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) এই নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।

গত ১১ ডিসেম্বর আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

এ বিষয়ে দলীয় প্রার্থী সাদ্দাম আকঞ্জি বলেন, ‘পৌরসভার উপনির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি। আশা করছি দুর্গাপুর পৌরবাসী আমাকে মেয়র পদে নির্বাচিত করে মডেল পৌরসভা গড়ার সুযোগ করে দেবেন।’ 

চলতি বছরের ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় পদটি শূন্য হয়। শূন্য পদে আগামী ১২ জানুয়ারি, ২০২৩ এই আসনে উপনির্বাচন ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ডিসেম্বর, বাছাই ১৯ ডিসেম্বর, আর ২৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত