Ajker Patrika

সাকিবের ভোট দেওয়া কেন্দ্রে ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৪১ শতাংশ

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫: ৩৩
Thumbnail image

মাগুরায় নিজ এলাকার কেন্দ্রে প্রথম ভোট দিলেন সাকিব আল হাসান। আজ রোববার সকাল ৮টায় দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। সাকিবের ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ১৭০টি। যা মোট ভোটের ৪১ শতাংশ। 

ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ৮১৮ জন। মহিলা ১ হাজার ৫২৫ ও পুরুষ ভোটার ১ হাজার ৩৯৩ জন। 

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার এ তথ্য জানান। তিনি বলেন, সাকিব ভোট দেওয়ার সময় ছিল সকাল ৮টা। শীত থাকায় তখন ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে। সাকিবকে ভোটার হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ওই এলাকার ভোটাররা। 

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাকিব। তাঁর নিজ এলাকার ভোটকেন্দ্র নিজের বাড়ি থেকে পায়ে চলা পথের দূরত্ব। 

পার্থ সারথি বিশ্বাস নামে এক ভোটার বলেন, ‘সাকিব আল হাসানের নিজ এলাকার কেন্দ্র। এখানে আমরা সবাই ভোট দিচ্ছি। এটা আওয়ামী লীগের কেন্দ্র অনেক আগে থেকে। আমরা সাকিবকে এ কেন্দ্র থেকে জয় উপহার দিতে চাই।’ 

বীথি অধিকারী নামে এক গৃহবধূ ভোট দিয়ে বলেন, ‘বিশ্বের পরিচিত এক ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি আমাদের কেন্দ্রের ভোটার। আমরা গর্বিত।’ 

মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, ‘শীতের সকালে ভোট কম ছিল। দুপুরে অনেক ভোট পড়েছে বিভিন্ন কেন্দ্রে। ভোটাররা কেন্দ্রে ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। নিরাপত্তার বিষয়ে আমরা সজাগ আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত