মাগুরা প্রতিনিধি
মাগুরায় নিজ এলাকার কেন্দ্রে প্রথম ভোট দিলেন সাকিব আল হাসান। আজ রোববার সকাল ৮টায় দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। সাকিবের ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ১৭০টি। যা মোট ভোটের ৪১ শতাংশ।
ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ৮১৮ জন। মহিলা ১ হাজার ৫২৫ ও পুরুষ ভোটার ১ হাজার ৩৯৩ জন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার এ তথ্য জানান। তিনি বলেন, সাকিব ভোট দেওয়ার সময় ছিল সকাল ৮টা। শীত থাকায় তখন ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে। সাকিবকে ভোটার হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ওই এলাকার ভোটাররা।
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাকিব। তাঁর নিজ এলাকার ভোটকেন্দ্র নিজের বাড়ি থেকে পায়ে চলা পথের দূরত্ব।
পার্থ সারথি বিশ্বাস নামে এক ভোটার বলেন, ‘সাকিব আল হাসানের নিজ এলাকার কেন্দ্র। এখানে আমরা সবাই ভোট দিচ্ছি। এটা আওয়ামী লীগের কেন্দ্র অনেক আগে থেকে। আমরা সাকিবকে এ কেন্দ্র থেকে জয় উপহার দিতে চাই।’
বীথি অধিকারী নামে এক গৃহবধূ ভোট দিয়ে বলেন, ‘বিশ্বের পরিচিত এক ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি আমাদের কেন্দ্রের ভোটার। আমরা গর্বিত।’
মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, ‘শীতের সকালে ভোট কম ছিল। দুপুরে অনেক ভোট পড়েছে বিভিন্ন কেন্দ্রে। ভোটাররা কেন্দ্রে ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। নিরাপত্তার বিষয়ে আমরা সজাগ আছি।’
মাগুরায় নিজ এলাকার কেন্দ্রে প্রথম ভোট দিলেন সাকিব আল হাসান। আজ রোববার সকাল ৮টায় দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। সাকিবের ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ১৭০টি। যা মোট ভোটের ৪১ শতাংশ।
ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ৮১৮ জন। মহিলা ১ হাজার ৫২৫ ও পুরুষ ভোটার ১ হাজার ৩৯৩ জন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার এ তথ্য জানান। তিনি বলেন, সাকিব ভোট দেওয়ার সময় ছিল সকাল ৮টা। শীত থাকায় তখন ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে। সাকিবকে ভোটার হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ওই এলাকার ভোটাররা।
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাকিব। তাঁর নিজ এলাকার ভোটকেন্দ্র নিজের বাড়ি থেকে পায়ে চলা পথের দূরত্ব।
পার্থ সারথি বিশ্বাস নামে এক ভোটার বলেন, ‘সাকিব আল হাসানের নিজ এলাকার কেন্দ্র। এখানে আমরা সবাই ভোট দিচ্ছি। এটা আওয়ামী লীগের কেন্দ্র অনেক আগে থেকে। আমরা সাকিবকে এ কেন্দ্র থেকে জয় উপহার দিতে চাই।’
বীথি অধিকারী নামে এক গৃহবধূ ভোট দিয়ে বলেন, ‘বিশ্বের পরিচিত এক ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি আমাদের কেন্দ্রের ভোটার। আমরা গর্বিত।’
মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, ‘শীতের সকালে ভোট কম ছিল। দুপুরে অনেক ভোট পড়েছে বিভিন্ন কেন্দ্রে। ভোটাররা কেন্দ্রে ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। নিরাপত্তার বিষয়ে আমরা সজাগ আছি।’
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
২ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৩ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৩ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৩ ঘণ্টা আগে