মাগুরা প্রতিনিধি
মাগুরায় নিজ এলাকার কেন্দ্রে প্রথম ভোট দিলেন সাকিব আল হাসান। আজ রোববার সকাল ৮টায় দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। সাকিবের ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ১৭০টি। যা মোট ভোটের ৪১ শতাংশ।
ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ৮১৮ জন। মহিলা ১ হাজার ৫২৫ ও পুরুষ ভোটার ১ হাজার ৩৯৩ জন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার এ তথ্য জানান। তিনি বলেন, সাকিব ভোট দেওয়ার সময় ছিল সকাল ৮টা। শীত থাকায় তখন ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে। সাকিবকে ভোটার হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ওই এলাকার ভোটাররা।
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাকিব। তাঁর নিজ এলাকার ভোটকেন্দ্র নিজের বাড়ি থেকে পায়ে চলা পথের দূরত্ব।
পার্থ সারথি বিশ্বাস নামে এক ভোটার বলেন, ‘সাকিব আল হাসানের নিজ এলাকার কেন্দ্র। এখানে আমরা সবাই ভোট দিচ্ছি। এটা আওয়ামী লীগের কেন্দ্র অনেক আগে থেকে। আমরা সাকিবকে এ কেন্দ্র থেকে জয় উপহার দিতে চাই।’
বীথি অধিকারী নামে এক গৃহবধূ ভোট দিয়ে বলেন, ‘বিশ্বের পরিচিত এক ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি আমাদের কেন্দ্রের ভোটার। আমরা গর্বিত।’
মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, ‘শীতের সকালে ভোট কম ছিল। দুপুরে অনেক ভোট পড়েছে বিভিন্ন কেন্দ্রে। ভোটাররা কেন্দ্রে ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। নিরাপত্তার বিষয়ে আমরা সজাগ আছি।’
মাগুরায় নিজ এলাকার কেন্দ্রে প্রথম ভোট দিলেন সাকিব আল হাসান। আজ রোববার সকাল ৮টায় দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। সাকিবের ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ১৭০টি। যা মোট ভোটের ৪১ শতাংশ।
ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ হাজার ৮১৮ জন। মহিলা ১ হাজার ৫২৫ ও পুরুষ ভোটার ১ হাজার ৩৯৩ জন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার এ তথ্য জানান। তিনি বলেন, সাকিব ভোট দেওয়ার সময় ছিল সকাল ৮টা। শীত থাকায় তখন ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে। সাকিবকে ভোটার হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ওই এলাকার ভোটাররা।
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাকিব। তাঁর নিজ এলাকার ভোটকেন্দ্র নিজের বাড়ি থেকে পায়ে চলা পথের দূরত্ব।
পার্থ সারথি বিশ্বাস নামে এক ভোটার বলেন, ‘সাকিব আল হাসানের নিজ এলাকার কেন্দ্র। এখানে আমরা সবাই ভোট দিচ্ছি। এটা আওয়ামী লীগের কেন্দ্র অনেক আগে থেকে। আমরা সাকিবকে এ কেন্দ্র থেকে জয় উপহার দিতে চাই।’
বীথি অধিকারী নামে এক গৃহবধূ ভোট দিয়ে বলেন, ‘বিশ্বের পরিচিত এক ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি আমাদের কেন্দ্রের ভোটার। আমরা গর্বিত।’
মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, ‘শীতের সকালে ভোট কম ছিল। দুপুরে অনেক ভোট পড়েছে বিভিন্ন কেন্দ্রে। ভোটাররা কেন্দ্রে ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। নিরাপত্তার বিষয়ে আমরা সজাগ আছি।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৩ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১০ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১৩ মিনিট আগেবৃষ্টি হলেই সিলেট নগরীর অর্ধশতাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। কোথাও গোড়ালি, আবার কোথাও হাঁটুপানি ওঠে। এতে জলজটে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রতিবছরই শতকোটি টাকার বাজেট নিয়ে বিভিন্ন খাল উদ্ধার, খনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করে সিলেট সিটি করপোরেশন...
১৮ মিনিট আগে