Ajker Patrika

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিমন্ত্রীকে শোকজ

মেহেরপুর প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিমন্ত্রীকে শোকজ

সরকারি প্রটোকলে ব্যবহার করে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ রোববার মেহেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এই নোটিশ দেন। 

এতে প্রতিমন্ত্রীকে এ বিষয়ে সশরীরে অথবা মনোনীত ব্যক্তির মাধ্যমে আগামী ১২ ডিসেম্বর দুপুর ১২টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। 

দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে জয়লাভ করেন। পরে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, গতকাল শনিবার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম রেজার বাসভবনের সামনে নির্বাচনী জনসভায় অংশ ফরহাদ হোসেন। সেখানে তিনি সরকারি গাড়ি ও পুলিশ প্রটোকল সহকারে উপস্থিত হন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১২ ও ১৪ (২) এর লঙ্ঘন। কারণ, নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি প্রটোকল নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা নিষিদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত