কুষ্টিয়ায় কোটি টাকার সাপের বিষ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
Thumbnail image
উদ্ধার হওয়া সাপের বিষ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার একটি যাত্রীবাহী বাস থেকে ৯ বোতল সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল সোমবার সকালে মিরপুরের শিমুলতলা এলাকা থেকে এ বিষ উদ্ধার করা হয়।

সোমবার রাত সাড়ে এগারোটায় কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

সংবাদবিজ্ঞপ্তিটিতে বলা হয়, কুষ্টিয়ার দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী আল আমিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় শিমুলতলা এলাকা থেকে মালিকবিহীন ২৫ মিলি লিটার বোতলের ৯ বোতল বিষ উদ্ধার করে কুষ্টিয়া ৪৭ বিজিবির সদস্যরা। 

উদ্ধার করা বিষের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত