Ajker Patrika

যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভে মানুষের ঢল 

যশোর প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৭: ৪৭
যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভে মানুষের ঢল 

শিক্ষার্থী হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ সমাবেশ চলছে। আজ শনিবার শহরের পালবাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মানুষের ঢল নামে। 

এ সময় ‘এক দফা এক দাবি–শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে স্লোগানে মুখরিত করে আন্দোলনকারীরা। মিছিল চলাকালে রাস্তার দুই ধারের সাধারণ মানুষ তাদের করতালি দিয়ে স্বাগত জানায়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। 

এর আগে সকাল থেকে পালবাড়ী মোড়ে জড়ো হয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ধর্মতলা, খোলাডাঙ্গা হয়ে চাঁচড়া তিন রাস্তার মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়। 

মিছিল শুরুর আগে বৃষ্টি শুরু হলেও বন্ধ হয়নি শিক্ষার্থীদের অবস্থান। বৃষ্টি উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় ১০ সহস্রাধিক মানুষের মিছিলটি। 

এ সময় বৃষ্টি উপেক্ষা করে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। পরে বিশাল গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খান প্রমুখ।

অপর দিকে, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চারজন সাংবাদিকসহ ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন–যশোর। এদিন দুপুরে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

সাংবাদিক ইউনিয়ন–যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত