শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পাওনাদারদের ভয়ে লাশ রেখে স্বজনেরা পালিয়ে যাওয়ার পাঁচ ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকালে শরণখোলায় আব্দুল আজিজ মৃধা (৭০) নামে ওই ব্যক্তির জানাজা নামাজ ও দাফন হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ওই শিক্ষক পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় তিনি মারা যান।
আজ সকাল ৯টার দিকে উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে আব্দুল আজিজের জানাজা নামাজের আয়োজন করা হয়। এ সময় কয়েকজন পাওনাদার এসে জানাজায় বাধা দিলে বিপত্তি ঘটে। একপর্যায়ে আব্দুল আজিজের দ্বিতীয় স্ত্রী ও সন্তানেরা লাশ ফেলে পালিয়ে যান। সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ৫ ঘণ্টা তাঁর লাশ পড়ে ছিল উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় মসজিদের অজুখানার পাশে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবারের লোকদের খুঁজে এনে দুপুর আড়াইটার দিকে জানাজা সম্পন্ন করে লাশ তাঁদের কাছে দেওয়া হয়।
শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা অনুযায়ী পরিবারের লোক ও পাওনাদারদের সঙ্গে আলোচনা করে লাশের জানাজা শেষে আজিজ মাষ্টারের প্রথম সংসারের বড় ছেলে মতিয়ার রহমানের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আসর নামাজের পর তাফালবাড়ি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে শরণখোলার ইউএনও মো. নুর-ই আলম সিদ্দিকী বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনাটির খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানকে বিষয়টি সমাধান করে লাশের জানাজা ও দাফনের জন্য বলা হয়। পাওনাদারেরা যাতে তাঁদের টাকা ফেরত পেতে পারেন সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’
উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের আব্দুল আজিজ মৃধা তাফালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। তাঁর দুই স্ত্রী। প্রথম স্ত্রী মারা গেছেন কয়েক বছর আগে। তিনি দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচরাস্তা এলাকায়।
আব্দুর আজিজের প্রথম সংসারের বড় ছেলে মতিয়ার রহমান বলেন, ‘বাবা দ্বিতীয় স্ত্রী ও সে পক্ষের সন্তানদের চাপে আমাদের কোনো খোঁজ নিতেন না। বাবা অসুস্থ হওয়ার পর কৌশলে তাঁর সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা আত্মসাৎ করে দ্বিতীয় স্ত্রী ও তাঁর সন্তানেরা। কিন্তু বাবার কোনো দেনা তারা শোধ করেনি।’
পাওনাদারদের ভয়ে লাশ রেখে স্বজনেরা পালিয়ে যাওয়ার পাঁচ ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকালে শরণখোলায় আব্দুল আজিজ মৃধা (৭০) নামে ওই ব্যক্তির জানাজা নামাজ ও দাফন হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ওই শিক্ষক পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় তিনি মারা যান।
আজ সকাল ৯টার দিকে উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে আব্দুল আজিজের জানাজা নামাজের আয়োজন করা হয়। এ সময় কয়েকজন পাওনাদার এসে জানাজায় বাধা দিলে বিপত্তি ঘটে। একপর্যায়ে আব্দুল আজিজের দ্বিতীয় স্ত্রী ও সন্তানেরা লাশ ফেলে পালিয়ে যান। সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ৫ ঘণ্টা তাঁর লাশ পড়ে ছিল উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় মসজিদের অজুখানার পাশে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবারের লোকদের খুঁজে এনে দুপুর আড়াইটার দিকে জানাজা সম্পন্ন করে লাশ তাঁদের কাছে দেওয়া হয়।
শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা অনুযায়ী পরিবারের লোক ও পাওনাদারদের সঙ্গে আলোচনা করে লাশের জানাজা শেষে আজিজ মাষ্টারের প্রথম সংসারের বড় ছেলে মতিয়ার রহমানের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আসর নামাজের পর তাফালবাড়ি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে শরণখোলার ইউএনও মো. নুর-ই আলম সিদ্দিকী বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনাটির খবর পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানকে বিষয়টি সমাধান করে লাশের জানাজা ও দাফনের জন্য বলা হয়। পাওনাদারেরা যাতে তাঁদের টাকা ফেরত পেতে পারেন সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’
উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের আব্দুল আজিজ মৃধা তাফালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। তাঁর দুই স্ত্রী। প্রথম স্ত্রী মারা গেছেন কয়েক বছর আগে। তিনি দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচরাস্তা এলাকায়।
আব্দুর আজিজের প্রথম সংসারের বড় ছেলে মতিয়ার রহমান বলেন, ‘বাবা দ্বিতীয় স্ত্রী ও সে পক্ষের সন্তানদের চাপে আমাদের কোনো খোঁজ নিতেন না। বাবা অসুস্থ হওয়ার পর কৌশলে তাঁর সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা আত্মসাৎ করে দ্বিতীয় স্ত্রী ও তাঁর সন্তানেরা। কিন্তু বাবার কোনো দেনা তারা শোধ করেনি।’
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৪ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৫ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে