Ajker Patrika

পদ্মা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
পদ্মা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ 

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকা থেকে পাবনা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। 

পাবনা লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, কুষ্টিয়া ও পাবনার মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০–১৫ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক ৫০ বছর। 

এ সময় তিনি আরও বলেন, ‘আমরা এখনো লাশের পরিচয় পাইনি। লাশের পরনে কালো টিশার্ট ও চেক লুঙ্গি ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, লাশটি পাবনা নৌ পুলিশের সদস্যরা উদ্ধার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত