নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ইউপি সদস্যের ছেলেকে ‘চোর’ সন্দেহ করায় বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। সেই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
পুলিশ বলছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘর থেকে চোর সন্দেহে বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলামের ছেলে রবিউলকে ধরে তার বাবার কাছে নিয়ে যায় সাবেক ইউপি সদস্য ইব্রাহীম মোল্যার সমর্থকেরা। সেখানে চুরির ঘটনায় রবিউল নয়, তাদের প্রতিবেশী রহমানের ছেলে সুজন জড়িত বলে জানায় সে। পরে ইউপি সদস্য নজরুল ইসলাম সুজনকে বেদম মারধর করে। আগামীকাল শুক্রবার স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মীমাংসার জন্য দিন ধার্য করেন। কিন্তু বিচারের অপেক্ষা না করে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হন।
এ বিষয়ে কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাচান আল মামুদ বলেন, ‘আগামীকাল শুক্রবার বিষয়টি মীমাংসার জন্য দিন ধার্য ছিল। নজরুল মেম্বার বিষয়টি নিয়ে বুধবার রাতে মিটিং করলে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।’
নড়াইলের লোহাগড়ায় ইউপি সদস্যের ছেলেকে ‘চোর’ সন্দেহ করায় বর্তমান ও সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। সেই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকালে কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
পুলিশ বলছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘর থেকে চোর সন্দেহে বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলামের ছেলে রবিউলকে ধরে তার বাবার কাছে নিয়ে যায় সাবেক ইউপি সদস্য ইব্রাহীম মোল্যার সমর্থকেরা। সেখানে চুরির ঘটনায় রবিউল নয়, তাদের প্রতিবেশী রহমানের ছেলে সুজন জড়িত বলে জানায় সে। পরে ইউপি সদস্য নজরুল ইসলাম সুজনকে বেদম মারধর করে। আগামীকাল শুক্রবার স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মীমাংসার জন্য দিন ধার্য করেন। কিন্তু বিচারের অপেক্ষা না করে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হন।
এ বিষয়ে কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাচান আল মামুদ বলেন, ‘আগামীকাল শুক্রবার বিষয়টি মীমাংসার জন্য দিন ধার্য ছিল। নজরুল মেম্বার বিষয়টি নিয়ে বুধবার রাতে মিটিং করলে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।’
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৪ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৫ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৬ ঘণ্টা আগে