দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ভারত পেঁয়াজ রপ্তানি করবে না এমন খবরে সারা দেশের মতো কুষ্টিয়ার দৌলতপুরেও পেঁয়াজের দাম বেড়ে যায়। এক দিনের ব্যবধানে গতকাল শনিবার দৌলতপুরের বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। তবে রাত পোহাতেই আজ রোববার দাম কমেছে কেজিপ্রতি ২০ টাকা।
উপজেলার বড় পাইকারি বাজার তারাগুনিয়া ঘুরে জানা গেছে, গতকাল শনিবার পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকায়, যা আজ সকালে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আজ রোববার সকালে তারাগুনিয়ার খুচরা বাজারে পেঁয়াজ ১৩০-১৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে সবজি ফেরিওয়ালারা আগের দাম ১৬০ টাকায়ই বিক্রি করছেন।
এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, বাজারে নতুন দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে। পেঁয়াজের দাম বেশি হওয়ার কোনো কারণ নেই। তা ছাড়া সরকারি নীতিমালা অনুসারে বাজারদর নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার হোসেনাবাদের সবজি বাজারে পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ১৬০ টাকা দরে। পেঁয়াজ বিক্রেতা হাসিবুরসহ একাধিক ব্যবসায়ী জানান, এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৫০ টাকা। তাঁরা ১৫৫ থেকে ১৬০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। তাঁরা আরও জানান, দাম বেশির কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কমেছে, ক্রেতারাও কিনছেন কম।
তারাগুনিয়া বাজারে বাজার করতে আসা রতন মিয়া বলেন, গতকালের তুলনায় আজ পেঁয়াজের বাজার কমে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন তাঁরা। আতিয়ার নামের আরেকজন বলেন, ‘পেঁয়াজের দাম আজ কমেছে। অন্যান্য এলাকার তুলনায় আমাদের এখানে পেঁয়াজের দাম কম।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দৌলতপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি জমিতে এবার পেঁয়াজের চাষ হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৫০০ হেক্টর। ইতিমধ্যে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। স্থানীয় পর্যায়ে পেঁয়াজের কোনো সংকট তৈরি হবে না। কিছু অসাধু ব্যবসায়ী দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ভারত পেঁয়াজ রপ্তানি করবে না এমন খবরে সারা দেশের মতো কুষ্টিয়ার দৌলতপুরেও পেঁয়াজের দাম বেড়ে যায়। এক দিনের ব্যবধানে গতকাল শনিবার দৌলতপুরের বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছিল কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। তবে রাত পোহাতেই আজ রোববার দাম কমেছে কেজিপ্রতি ২০ টাকা।
উপজেলার বড় পাইকারি বাজার তারাগুনিয়া ঘুরে জানা গেছে, গতকাল শনিবার পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকায়, যা আজ সকালে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আজ রোববার সকালে তারাগুনিয়ার খুচরা বাজারে পেঁয়াজ ১৩০-১৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে সবজি ফেরিওয়ালারা আগের দাম ১৬০ টাকায়ই বিক্রি করছেন।
এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে, বাজারে নতুন দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে। পেঁয়াজের দাম বেশি হওয়ার কোনো কারণ নেই। তা ছাড়া সরকারি নীতিমালা অনুসারে বাজারদর নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার হোসেনাবাদের সবজি বাজারে পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ১৬০ টাকা দরে। পেঁয়াজ বিক্রেতা হাসিবুরসহ একাধিক ব্যবসায়ী জানান, এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৫০ টাকা। তাঁরা ১৫৫ থেকে ১৬০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। তাঁরা আরও জানান, দাম বেশির কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কমেছে, ক্রেতারাও কিনছেন কম।
তারাগুনিয়া বাজারে বাজার করতে আসা রতন মিয়া বলেন, গতকালের তুলনায় আজ পেঁয়াজের বাজার কমে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন তাঁরা। আতিয়ার নামের আরেকজন বলেন, ‘পেঁয়াজের দাম আজ কমেছে। অন্যান্য এলাকার তুলনায় আমাদের এখানে পেঁয়াজের দাম কম।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দৌলতপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি জমিতে এবার পেঁয়াজের চাষ হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৫০০ হেক্টর। ইতিমধ্যে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। স্থানীয় পর্যায়ে পেঁয়াজের কোনো সংকট তৈরি হবে না। কিছু অসাধু ব্যবসায়ী দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করার সাত ঘণ্টা পর তা স্থগিত করল আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা
৬ মিনিট আগেআপনারা কিছু লিখিয়েন না, পরে ওরা আমাদের মেরে ফেলবে। আমাদের নিরাপত্তা দেবে কে? যা হওয়ার হয়েছে, আমরা পুলিশকে জানাব না। ভয়-আতঙ্কে এসব কথা বলেন চট্টগ্রামের রাউজানে ডাকাতির শিকার পরিবারের ষাটোর্ধ্ব গৃহকর্ত্রী মিতা বড়ুয়া।
১৪ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে ৬৫ বছরের একটি পুরোনো রাস্তা প্রভাবশালী দুই ভাই বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে এই মানববন্ধন হয়।
১৪ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে আসছেন তাঁরা। এদিন বিকেলে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করবেন তাঁরা।
২১ মিনিট আগে