যশোর প্রতিনিধি
যশোর সদরে বাড়ির পাশে লিচু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিজেই নিজের গলায় ছুড়ি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। তবে পুলিশ বলছে, এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
আজ শনিবার সকালে নওদা গ্রামে ওই ব্যক্তির নিজ বাড়ির অদূরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম—হাইফার আলী (৫০)। তিনি ওই গ্রামের মৃত হানেফ আলীর ছেলে। হাইফার যশোর শহরতলির মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ছোট ভাই ইকবাল হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁর ভাই দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। এরই জেরে সকালে বাড়ির পাশে লিচু বাগানে নিজের ধারালো দা দিয়ে নিজের গলায় কেটে আত্মহত্যাচেষ্টা করেন। আর এতে তিনি মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।
নিহতের চাচা এজাজ আজকের পত্রিকাকে জানান, তার ভাতিজা হাইফার আলী পারিবারিক দ্বন্দ্বে নিজের গাছি দা দিয়ে নিজেই গলা কেটে আত্মহত্যা করেছেন।
তবে স্থানীয়রা বলছে, স্ত্রীর সাথে হাইফার আলীর দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি এলাকার সবাই জানেন। সেই সঙ্গে তার পরিবারেও অশান্তি চলছিল। বিষয়টি ভালোভাবে তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানান তারা।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
যশোর সদরে বাড়ির পাশে লিচু বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিজেই নিজের গলায় ছুড়ি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। তবে পুলিশ বলছে, এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
আজ শনিবার সকালে নওদা গ্রামে ওই ব্যক্তির নিজ বাড়ির অদূরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম—হাইফার আলী (৫০)। তিনি ওই গ্রামের মৃত হানেফ আলীর ছেলে। হাইফার যশোর শহরতলির মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ছোট ভাই ইকবাল হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁর ভাই দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। এরই জেরে সকালে বাড়ির পাশে লিচু বাগানে নিজের ধারালো দা দিয়ে নিজের গলায় কেটে আত্মহত্যাচেষ্টা করেন। আর এতে তিনি মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।
নিহতের চাচা এজাজ আজকের পত্রিকাকে জানান, তার ভাতিজা হাইফার আলী পারিবারিক দ্বন্দ্বে নিজের গাছি দা দিয়ে নিজেই গলা কেটে আত্মহত্যা করেছেন।
তবে স্থানীয়রা বলছে, স্ত্রীর সাথে হাইফার আলীর দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি এলাকার সবাই জানেন। সেই সঙ্গে তার পরিবারেও অশান্তি চলছিল। বিষয়টি ভালোভাবে তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানান তারা।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
ভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৯ মিনিট আগেঘাটে নেই চিরচেনা হাঁকডাক। চায়ের দোকানে উচ্চ স্বরে বাজছে না গান। পাওয়া যাচ্ছে না বরফ ভাঙার আওয়াজ। জেলে, শ্রমিক, ব্যাপারী, আড়তদার—সবাই ঝিমিয়ে আছেন। চোখেমুখে হতাশার চাপ। কারণ, শিকারের মৌসুমে ইলিশের আকাল চলছে। নদীতে যাওয়া জেলে নৌকাগুলো শূন্য হাতে ফিরে আসছে।
১৫ মিনিট আগেরাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এবি শামীম (১৪) নামে আরও এক শিক্ষার্থী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে মোট পাঁচজন মারা গেল।
২৩ মিনিট আগেহৃদয়বিদারক, মর্মান্তিক, মর্মস্পর্শী। এমনই এক দুর্ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে। বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা শোকবিহ্বল করেছে পুরো দেশকে। দুপুরে ওই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন...
৩৮ মিনিট আগে