Ajker Patrika

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

সাতক্ষীরা ও পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

ট্রাকের ধাক্কায় সাতক্ষীরার বিনেরপোতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থীর। আজ রোববার রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা সেতুর পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই পরীক্ষার্থী পাটকেলঘাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের চলতি এসএসসি পরীক্ষার্থী। আজও তারা পরীক্ষায় অংশ নিয়েছিল। 

তারা হলেন পাটকেলঘাটা ডাকবাংলোর তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৭) ও পাটকেলঘাটা কালিবাড়ি এলাকার নিমাই সরকারের ছেলে অংকুশ সরকার (১৭)। 

পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজের শিক্ষক নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আকাশ ও অংকুশ সন্ধ্যার দিকে পালসার মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়। বিনেরপোতা সেতু পার হয়ে অল্প একটু যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় দুই কিশোর। আকাশ মোটরসাইকেল চালাচ্ছিল বলে জানতে পেরেছি।’ 

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় চ্যাপ্টা হয়ে গেছে। ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত