নড়াইল প্রতিনিধি
নড়াইলে কৃষকের জমির ধান কেটে দিয়েছে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। ধান কাটা ছাড়াও গত তিন দিনে ১৫ বিঘা জমির বোরো ধান কৃষকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন নড়াইলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতকাল রোববার দুপুরে তিন দিনব্যাপী ধান কাটা উৎসব শেষ হয়েছে। এর আগে গত শুক্রবার সকাল থেকে মাঠে নেমে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।
নড়াইলের গুয়াখোলা গ্রামের মোহন বিশ্বাস বলেন, আমাদের এলাকায় বর্তমানে ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছে না। তিন বেলা খাবারসহ জনপ্রতি শ্রমিকের মূল্য গুনতে হচ্ছে এক হাজার টাকা। তাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। গুয়াখোলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে আমার ৬০ শতক জমির ধান প্রায় ১০ মিনিটে কেটে দিয়েছেন। এ দুর্যোগের সময় তাঁদের পাশে পেয়ে আমি ভীষণ খুশি।
এ বিষয়ে বিভিন্ন পেশার মানুষজন বলেন, গুয়াখোলা স্কুলের ছেলেমেয়েরা যে উদ্যোগ নিয়ে আমাদের ধান কেটে দিচ্ছে, তাতে আমদের অনেক উপকার হয়েছে।
দশম শ্রেণির শিক্ষার্থী বিপুল দেব বলে, শ্রমিক সংকটকালে আমাদের বিদ্যালয়ের ৩১৫ জন শিক্ষার্থী মাঠে নেমে ধান কেটে দিয়েছি। ‘ঘূর্ণিঝড় অশনি’র কারণে কৃষকদের বেশ ক্ষতি হয়েছে। ফসল তুলতে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, বোরো ধানের ভরা মৌসুমে বর্তমানে শ্রমিক সংকট চলছে। পাশাপাশি ‘ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে গত ৩-৪ দিন ধরে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। ফলে পানি জমে অনেক ধানখেত নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে এলাকার গরিব কৃষকের গত শুক্রবার সাপ্তাহিক ছুটি, শনিবার সংরক্ষিত ছুটি ও রোববার বৌদ্ধপূর্ণিমার ছুটি মিলে তিন দিন ধান কাটা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ তিন দিনে অন্তত ২০ জন কৃষকের প্রায় ১৫ বিঘা জমির ধান বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক আরও বলেন, আমরা ভবিষ্যতেও এমন ভালো কাজ করতে চাই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায় বলেন, নড়াইলে এবার ৪৯ হাজার ৯৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সময়মতো সার, বীজসহ অন্যান্য উপকরণ ঠিকমতো পাওয়ায় ধান চাষে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। বর্তমানে বাজারে প্রতিমণ বোরো ধান ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
নড়াইলে কৃষকের জমির ধান কেটে দিয়েছে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। ধান কাটা ছাড়াও গত তিন দিনে ১৫ বিঘা জমির বোরো ধান কৃষকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন নড়াইলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতকাল রোববার দুপুরে তিন দিনব্যাপী ধান কাটা উৎসব শেষ হয়েছে। এর আগে গত শুক্রবার সকাল থেকে মাঠে নেমে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।
নড়াইলের গুয়াখোলা গ্রামের মোহন বিশ্বাস বলেন, আমাদের এলাকায় বর্তমানে ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছে না। তিন বেলা খাবারসহ জনপ্রতি শ্রমিকের মূল্য গুনতে হচ্ছে এক হাজার টাকা। তাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। গুয়াখোলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে আমার ৬০ শতক জমির ধান প্রায় ১০ মিনিটে কেটে দিয়েছেন। এ দুর্যোগের সময় তাঁদের পাশে পেয়ে আমি ভীষণ খুশি।
এ বিষয়ে বিভিন্ন পেশার মানুষজন বলেন, গুয়াখোলা স্কুলের ছেলেমেয়েরা যে উদ্যোগ নিয়ে আমাদের ধান কেটে দিচ্ছে, তাতে আমদের অনেক উপকার হয়েছে।
দশম শ্রেণির শিক্ষার্থী বিপুল দেব বলে, শ্রমিক সংকটকালে আমাদের বিদ্যালয়ের ৩১৫ জন শিক্ষার্থী মাঠে নেমে ধান কেটে দিয়েছি। ‘ঘূর্ণিঝড় অশনি’র কারণে কৃষকদের বেশ ক্ষতি হয়েছে। ফসল তুলতে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, বোরো ধানের ভরা মৌসুমে বর্তমানে শ্রমিক সংকট চলছে। পাশাপাশি ‘ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে গত ৩-৪ দিন ধরে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। ফলে পানি জমে অনেক ধানখেত নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে এলাকার গরিব কৃষকের গত শুক্রবার সাপ্তাহিক ছুটি, শনিবার সংরক্ষিত ছুটি ও রোববার বৌদ্ধপূর্ণিমার ছুটি মিলে তিন দিন ধান কাটা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ তিন দিনে অন্তত ২০ জন কৃষকের প্রায় ১৫ বিঘা জমির ধান বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক আরও বলেন, আমরা ভবিষ্যতেও এমন ভালো কাজ করতে চাই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায় বলেন, নড়াইলে এবার ৪৯ হাজার ৯৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সময়মতো সার, বীজসহ অন্যান্য উপকরণ ঠিকমতো পাওয়ায় ধান চাষে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। বর্তমানে বাজারে প্রতিমণ বোরো ধান ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিন সদস্যকে (মা, ছেলে ও মেয়ে) নৃশংসভাবে হত্যার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার বাবার বিরুদ্ধে হত্যাকাণ্ডে মদদ ও নির্দেশ দেওয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতদের পরিবার এই অভিযোগ করে হত্যাকাণ
১৭ মিনিট আগেবরিশালের মুলাদীতে আফরিন আক্তার দিপুমনি নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামের বোরহান খন্দকারের বাড়িতে লাশটি উদ্ধার করে পুলিশ। পরিবার বলছে, কথা-কাটাকাটির জেরে দিপুমনি স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দেন।
২২ মিনিট আগেগতকাল রোববার রাতে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ। এরপর ক্লাবে এসে ৩০৮ নম্বর কক্ষে রাত্রি যাপন করছিলেন। আপাতত তাঁর মরদেহে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তাঁর মৃত্যুর খবর শুনে আত্মীয়স্বজনসহ অনেকে চট্টগ্রাম
২৪ মিনিট আগেনাছির উদ্দীন বলেন, ‘পুরো বাংলাদেশে যেখানে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, সেখানে মুরাদনগরে দমন-পীড়নের রাজনীতি চলছে। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জেলে নেই, অথচ বিএনপি ও ছাত্রদলের ১৩ জন নেতা-কর্মী এখনো কারাগারে বন্দী। এটা প্রমাণ করে, আসিফ মাহমুদ তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ অনুযায়ী মুরাদনগরকে
১ ঘণ্টা আগে