Ajker Patrika

মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরে পানামার জাহাজ

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৪৯
মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরে পানামার জাহাজ

মেট্রোরেলের পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি কিয়ো কোরাল’। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় ৪৯১টি সিমেন্টের পাইল নিয়ে জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করেছে। 

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভিয়েতনাম বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এমভি কিয়ো কোরাল। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। মালামাল খালাস শুরু হয়েছে। খালাস শেষে নদীপথে বার্জে করে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে পাইলগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত