যশোর প্রতিনিধি
যশোরে মাদক মামলায় দুই যুবককে এক বছর করে সাজা দিয়ে বৃক্ষ রোপণ ও মুক্তিযুদ্ধ–বঙ্গবন্ধুর ছবি এঁকে জমাসহ ১০ শর্তে প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত। একই সঙ্গে প্রবেশন কর্মকর্তাকে ওই ছবি প্রদর্শনীতে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাসের আদালত এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন–রমজানুল ইসলাম সিয়াম (২৪) বেনাপোল পোর্ট থানা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ও অভয়নগর উপজেলার পোড়াখালী গ্রামের মৃত আক্কাস গাজী শেখের ছেলে শাহিন আলম (২৫)।
বিষয়টি নিশ্চিত করে আদালতে রাষ্ট্রপক্ষের এপিপি জ্যোৎস্না সাহা পুতুল ও শ্যামল কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘দুই জনেই দোষ স্বীকার করায় আদালত তাদের প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে বাড়িতে থেকেই সাজাভোগ করার সুবিধা প্রদান করেছেন।’
শাহিনের শর্তগুলোর মধ্যে রয়েছে–নিজের বাড়ি ও সরকারি রাস্তার পাশে গাছ লাগাতে হবে। লিগ্যাল এইড সম্পর্কে সচেতন করতে হবে। সিয়ামের শর্তের মধ্যে রয়েছে–তিনি বাড়িতে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের দৃশ্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকবেন, যা প্রবেশন কর্মকর্তার কাছে জমা দেবেন। পরে ওই চিত্র জেলায় বিভিন্ন মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনীতে উপস্থাপনের ব্যবস্থা করবেন প্রবেশন কর্মকর্তা। এ ছাড়া বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন এই তিনটি বই পড়বেন।
আদালত সূত্রে জানা জায়, ২০১৫ সালের ৪ মার্চ রাতে ওই দুই যুবককে আটক করে যশোর সদর পুলিশ ফাঁড়ি সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ থানায় একটি মামলা দায়ের করে।
মামলা চলাকালে আসামিরা দোষ স্বীকার করে নিজেদের সংশোধনের সুযোগ প্রার্থনা করেন। একই সঙ্গে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে প্রতিজ্ঞা করেন। তার প্রেক্ষিতে আজ আদালত দুজনকেই এক বছর করে সাজা প্রদান করে ১০ শর্তে প্রবেশনে মুক্তি দেন।
যশোরে মাদক মামলায় দুই যুবককে এক বছর করে সাজা দিয়ে বৃক্ষ রোপণ ও মুক্তিযুদ্ধ–বঙ্গবন্ধুর ছবি এঁকে জমাসহ ১০ শর্তে প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত। একই সঙ্গে প্রবেশন কর্মকর্তাকে ওই ছবি প্রদর্শনীতে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাসের আদালত এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন–রমজানুল ইসলাম সিয়াম (২৪) বেনাপোল পোর্ট থানা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ও অভয়নগর উপজেলার পোড়াখালী গ্রামের মৃত আক্কাস গাজী শেখের ছেলে শাহিন আলম (২৫)।
বিষয়টি নিশ্চিত করে আদালতে রাষ্ট্রপক্ষের এপিপি জ্যোৎস্না সাহা পুতুল ও শ্যামল কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘দুই জনেই দোষ স্বীকার করায় আদালত তাদের প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে বাড়িতে থেকেই সাজাভোগ করার সুবিধা প্রদান করেছেন।’
শাহিনের শর্তগুলোর মধ্যে রয়েছে–নিজের বাড়ি ও সরকারি রাস্তার পাশে গাছ লাগাতে হবে। লিগ্যাল এইড সম্পর্কে সচেতন করতে হবে। সিয়ামের শর্তের মধ্যে রয়েছে–তিনি বাড়িতে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের দৃশ্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকবেন, যা প্রবেশন কর্মকর্তার কাছে জমা দেবেন। পরে ওই চিত্র জেলায় বিভিন্ন মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনীতে উপস্থাপনের ব্যবস্থা করবেন প্রবেশন কর্মকর্তা। এ ছাড়া বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন এই তিনটি বই পড়বেন।
আদালত সূত্রে জানা জায়, ২০১৫ সালের ৪ মার্চ রাতে ওই দুই যুবককে আটক করে যশোর সদর পুলিশ ফাঁড়ি সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ থানায় একটি মামলা দায়ের করে।
মামলা চলাকালে আসামিরা দোষ স্বীকার করে নিজেদের সংশোধনের সুযোগ প্রার্থনা করেন। একই সঙ্গে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে প্রতিজ্ঞা করেন। তার প্রেক্ষিতে আজ আদালত দুজনকেই এক বছর করে সাজা প্রদান করে ১০ শর্তে প্রবেশনে মুক্তি দেন।
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
১ ঘণ্টা আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
১ ঘণ্টা আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
১ ঘণ্টা আগে