বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে আবারও বাঘের দেখা পেয়েছেন দর্শনার্থীরা। আজ মঙ্গলবার সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বড় কটকা খালে এমন মুহূর্তের সাক্ষী হয়েছেন তাঁরা।
সুন্দরবনের ভেতরে বাঘ দেখার ওই মুহূর্ত উচ্ছ্বাস আর উত্তেজনায় কেটেছে জাহাজের পর্যটক ও কর্মীদের। তাঁরা নিজেদের মতো করে ছবি এবং ভিডিও ধারণ করেন।
জানা যায়, আজ সকাল ১০টার দিকে পর্যটকবাহী জলযান দি সেইল বঙ্গোপসাগর-সংলগ্ন সুন্দরবনের বড় কটকা খাল দিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে বাঘটি ওই খাল পার হচ্ছিল। পরে বাঘটি বনের গহিনে চলে যায়।
ওই জলযানে সুন্দরবন ভ্রমণে যাওয়া পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, ‘আমাদের ট্যুরিস্ট জাহাজ কটকা থেকে তখন কচিখালির দিকে যাচ্ছিল। সময় সকাল ১০টা হবে। বড় কটকা খালের মুখে যখন আমরা, তখন বেশ বড়সড় ওই বাঘকে খাল পার হতে দেখি।’
নূর আলম বলেন, ‘২৫ বছর ধরে আমি সুন্দরবনে আসি। প্রতিবছর একাধিকবার আসা হয়। তবে এবারই প্রথম বনের মধ্যে সামনাসামনি বাঘ দেখার সৌভাগ্য হলো। এ মুহূর্তের অনুভূতি বলে বোঝানো যাবে না।’
জাহাজে থাকা ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, ‘বিশাল আকারের রয়েল বেঙ্গল টাইগার দেখার বিরল অভিজ্ঞতা।...সুন্দরবন বাঁচাও, বাংলার বাঘ বাঁচাও।’
পটুয়াখালী থেকে সুন্দরবন ভ্রমণে আসা কামাল হাসান রনি বলেন, ‘১৬ ফেব্রুয়ারি রাতে মোংলা থেকে সুন্দরবনের উদ্দেশে আমরা রওনা করি। এবারে সুন্দরবন ভ্রমণটা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে গত ১৯ জানুয়ারি সুন্দরবনের কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে একই জায়গায় তিনটি বাঘের দেখা পান পর্যটকবাহী জলযান এমভি আলাস্কার একদল পর্যটক। সে সময় একটি বাঘকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। সে সময়কার বাঘের বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ বিষয়ে জানতে চাইলে বনজীবী ও বনরক্ষীরা বলেন, সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে। বিগত সময়ে এভাবে বনে বাঘের চলাচল লক্ষ করেননি তাঁরা। সুন্দরবনের বাংলাদেশ অংশের বিগত তিনটি বাঘ গণনার ফলাফল বিশ্লেষণেও মিলেছে একই ধরনের তথ্য। প্রতি জরিপে ৮ থেকে ১১টি বাঘ বেড়েছে।
ভবিষ্যতে সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বাড়বে—এমন প্রত্যাশা বন বিভাগের। ২০২৪ সালের অক্টোবর মাসের সর্বশেষ জরিপ অনুসারে সুন্দরবনে বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১২৫।
সুন্দরবনে আবারও বাঘের দেখা পেয়েছেন দর্শনার্থীরা। আজ মঙ্গলবার সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বড় কটকা খালে এমন মুহূর্তের সাক্ষী হয়েছেন তাঁরা।
সুন্দরবনের ভেতরে বাঘ দেখার ওই মুহূর্ত উচ্ছ্বাস আর উত্তেজনায় কেটেছে জাহাজের পর্যটক ও কর্মীদের। তাঁরা নিজেদের মতো করে ছবি এবং ভিডিও ধারণ করেন।
জানা যায়, আজ সকাল ১০টার দিকে পর্যটকবাহী জলযান দি সেইল বঙ্গোপসাগর-সংলগ্ন সুন্দরবনের বড় কটকা খাল দিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে বাঘটি ওই খাল পার হচ্ছিল। পরে বাঘটি বনের গহিনে চলে যায়।
ওই জলযানে সুন্দরবন ভ্রমণে যাওয়া পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, ‘আমাদের ট্যুরিস্ট জাহাজ কটকা থেকে তখন কচিখালির দিকে যাচ্ছিল। সময় সকাল ১০টা হবে। বড় কটকা খালের মুখে যখন আমরা, তখন বেশ বড়সড় ওই বাঘকে খাল পার হতে দেখি।’
নূর আলম বলেন, ‘২৫ বছর ধরে আমি সুন্দরবনে আসি। প্রতিবছর একাধিকবার আসা হয়। তবে এবারই প্রথম বনের মধ্যে সামনাসামনি বাঘ দেখার সৌভাগ্য হলো। এ মুহূর্তের অনুভূতি বলে বোঝানো যাবে না।’
জাহাজে থাকা ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, ‘বিশাল আকারের রয়েল বেঙ্গল টাইগার দেখার বিরল অভিজ্ঞতা।...সুন্দরবন বাঁচাও, বাংলার বাঘ বাঁচাও।’
পটুয়াখালী থেকে সুন্দরবন ভ্রমণে আসা কামাল হাসান রনি বলেন, ‘১৬ ফেব্রুয়ারি রাতে মোংলা থেকে সুন্দরবনের উদ্দেশে আমরা রওনা করি। এবারে সুন্দরবন ভ্রমণটা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে গত ১৯ জানুয়ারি সুন্দরবনের কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে একই জায়গায় তিনটি বাঘের দেখা পান পর্যটকবাহী জলযান এমভি আলাস্কার একদল পর্যটক। সে সময় একটি বাঘকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। সে সময়কার বাঘের বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ বিষয়ে জানতে চাইলে বনজীবী ও বনরক্ষীরা বলেন, সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে। বিগত সময়ে এভাবে বনে বাঘের চলাচল লক্ষ করেননি তাঁরা। সুন্দরবনের বাংলাদেশ অংশের বিগত তিনটি বাঘ গণনার ফলাফল বিশ্লেষণেও মিলেছে একই ধরনের তথ্য। প্রতি জরিপে ৮ থেকে ১১টি বাঘ বেড়েছে।
ভবিষ্যতে সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বাড়বে—এমন প্রত্যাশা বন বিভাগের। ২০২৪ সালের অক্টোবর মাসের সর্বশেষ জরিপ অনুসারে সুন্দরবনে বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১২৫।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে