Ajker Patrika

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৫: ২৩
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন

যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান। আজ শুক্রবার দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান মানজারুল মান্নানের সফরসঙ্গী ছিলেন বাংলাদেশ স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) হারুনুর রশিদ। আজ দুপুরে বেনাপোল স্থলবন্দর অডিটরিয়ামে বাণিজ্যিক সংশ্লিষ্টদের সঙ্গে ওই মতবিনিময় সভা হয়।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) সজীব নাজিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার সায়েদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া, ইমিগ্রেশন ওসি ওমর ফারুক মজুমদার, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম, বন্দরবিষয়ক সম্পাদক মো. মেহেরুল্লাহ, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি মতিয়ার রহমান, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান সনি, স্থলবন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক প্রমুখ।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের অভ্যন্তরের নানা বাধা ও বৈষম্যের কথা তুলে ধরে প্রতিকারের আহ্বান জানান। পরে স্থলবন্দর চেয়ারম্যান এসব সমস্যা সমাধানের নির্দেশনা দিয়ে বাণিজ্য গতিশীল করার আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত