Ajker Patrika

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৭) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের ইনডিয়া সীমান্তের খোসালপুর গ্রামের একটি পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়। মারা যাওয়া দুই শিশু সম্পর্কে চাচাত বোন। আফিয়া খাতুন ওই গ্রামের খাইরুল ইসলামের মেয়ে এবং সাথিয়া খাতুন সবিদুল ইসলামের মেয়ে। তারা খোসালপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

আজ স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পানিতে নেমে তারা ডুবে যায়। এদিকে তাদের বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে নেমে খুঁজতে শুরু করলে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় নেপা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল ইসলাম বলেন, ‘ডুবে যাওয়া দুই শিশু আমার আত্মীয়। তারা সকালে রেজাউল মেম্বারের পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।’

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম দুই শিশু মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত