Ajker Patrika

খুলনা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা রণক্ষেত্র

খুলনা ও খুবি প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৯: ২১
Thumbnail image

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক সংঘর্ষ চলছে। আজ শুক্রবার বেলা ৩টা ১৫ মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরো পয়েন্টের দিক থেকে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে। তাতে বিশ্ববিদ্যালয়ের আশপাশের গল্লামারী, জিরো পয়েন্ট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর আন্দোলনকারীরা খুলনার শিববাড়ী মোড়ে সমবেত হন। সেখান থেকে গণমিছিল নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হন তাঁরা। জিরো পয়েন্টে যাওয়ার আগে তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিপুলসংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে। এ সময় শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেন।

সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকেল ৪টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। বর্তমানে জিরো পয়েন্ট মোড় দখলে রেখেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে রূপসা সেতু বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে একের পর এক টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

খুলনা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় সংঘর্ষএর আগে আজ বেলা ২টার দিকে খুলনা নিউমার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু হয়। মিছিলটি শান্তিপূর্ণভাবে গল্লামারী মোড়ে পৌঁছায়। এরপরই পুলিশের টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। তারপর দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিপুলসংখ্যক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় সংঘর্ষআন্দোলনে অংশ নেওয়া একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, বিকেল ৪টা নাগাদ আন্দোলনকারী শিক্ষার্থীরা জিরো পয়েন্ট দখল নেওয়ার পর পুলিশ আত্মসমর্পণ করার কথা জানায়। এর আগে অনেকে পুলিশের রাবার বুলেটে গুরুতর আহত হয়েছেন। তাঁদের খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। দুজন শিক্ষার্থীকে খুলনার হরিণটানা থানায় পুলিশ আটকে রেখেছে। তাঁদের উদ্ধারের জন্য থানার সামনে অবস্থান করেছেন শিক্ষার্থীরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় সংঘর্ষ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত