গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুর-২ (গাংনী) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল গনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ শনিবার বিকেলে সাংবাদিকদের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকা, কালো টাকার ছড়াছড়ি এবং দলীয় নেতাদের অসহযোগিতার অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তিনি আশা করেছিলেন, দল সাবেক পার্লামেন্ট সদস্যদের মূল্যায়ন করবে এবং সর্বাঙ্গীন সহযোগিতা দেবে। কিন্তু মনোনয়নপত্র জমাদানের পর থেকে দলের সভাপতি শমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার বিরূপ আচরণ শুরু করেন। তাঁরা দলীয় ফান্ডসহ ও অন্যান্য জায়গা থেকে সংগৃহীত অর্থ প্রার্থীদের মধ্যে অল্প কিছু বিতরণ করে বেশির ভাগ অর্থ নিয়ে তাঁরা তাঁদের নির্বাচনী এলাকায় ব্যস্ত হয়ে পড়েন।
বিজ্ঞপ্তিতে আব্দুল গনি উল্লেখ করেন, ‘আমিসহ অন্যরা অর্থের অভাবে প্রচার চালাতে ব্যর্থ হচ্ছি এবং অন্য প্রার্থীদের অর্থের কাছে অসহায় বোধ করি। কর্মীরা পরামর্শ দেয় যে, অন্য প্রার্থীদের অর্থের কাছে যদি সমপরিমাণ অর্থ ব্যয় করতে না পারি তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ভালো। তাঁদের কথায় উদ্বুদ্ধ হয়ে বাস্তবতার নিরিখে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় ও কালো টাকার ছড়াছড়ির কারণে এবং আমার দলীয় নেতাদের অসহযোগিতার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল গনি বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, বিজ্ঞপ্তির কপি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা তৃণমূল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবদুল গনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মেহেরপুর-২ (গাংনী) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল গনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ শনিবার বিকেলে সাংবাদিকদের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকা, কালো টাকার ছড়াছড়ি এবং দলীয় নেতাদের অসহযোগিতার অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তিনি আশা করেছিলেন, দল সাবেক পার্লামেন্ট সদস্যদের মূল্যায়ন করবে এবং সর্বাঙ্গীন সহযোগিতা দেবে। কিন্তু মনোনয়নপত্র জমাদানের পর থেকে দলের সভাপতি শমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার বিরূপ আচরণ শুরু করেন। তাঁরা দলীয় ফান্ডসহ ও অন্যান্য জায়গা থেকে সংগৃহীত অর্থ প্রার্থীদের মধ্যে অল্প কিছু বিতরণ করে বেশির ভাগ অর্থ নিয়ে তাঁরা তাঁদের নির্বাচনী এলাকায় ব্যস্ত হয়ে পড়েন।
বিজ্ঞপ্তিতে আব্দুল গনি উল্লেখ করেন, ‘আমিসহ অন্যরা অর্থের অভাবে প্রচার চালাতে ব্যর্থ হচ্ছি এবং অন্য প্রার্থীদের অর্থের কাছে অসহায় বোধ করি। কর্মীরা পরামর্শ দেয় যে, অন্য প্রার্থীদের অর্থের কাছে যদি সমপরিমাণ অর্থ ব্যয় করতে না পারি তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ভালো। তাঁদের কথায় উদ্বুদ্ধ হয়ে বাস্তবতার নিরিখে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় ও কালো টাকার ছড়াছড়ির কারণে এবং আমার দলীয় নেতাদের অসহযোগিতার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল গনি বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, বিজ্ঞপ্তির কপি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা তৃণমূল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবদুল গনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাছে নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর-নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মাহফুজ সরকার ওরফে কিং মাহফুজ, জাহিদুল ভূঁইয়া শাওন, সাব্বির সরকার, আশিক ও সোহান মিয়া।
১ ঘণ্টা আগে