শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনে মনিরুজ্জামান বাচ্চুকে দলনেতা সাইফুল ইসলামের পাশ থেকেই ধরে নিয়ে বাঘ। গর্জন দিয়ে এক লাফে পেছনে থাকা সহযোগীকে ‘টার্গেট’ করলেও সাইফুলসহ অন্যরা কিছুই করতে পারেননি। প্রায় ১৮ ঘণ্টা পর সুন্দরবনের গভীর থেকে বনরক্ষীদের সহায়তায় মনিরুজ্জামানের মৃতদেহ উদ্ধার করা হয়।
ওই মৌয়াল শ্যামনগর উপজেলার গাবুরার ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তাঁর এমন মৃত্যুতে ছয় সদস্যের পরিবারটি অকূলপাথারে পড়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে ছয় সদস্যের মৌয়াল দলের প্রধান ডুমুরিয়া গ্রামের সাইফুল ইসলাম জানান, নৌকায় নামাজ আদায় করে তাঁরা মধুর খোঁজে আবার বনে প্রবেশ করেন। মৌয়ালরা সারিবদ্ধভাবে সুন্দরবনের মধ্যে যাওয়ার চেষ্টা করেন।
সাইফুল আরও জানান, একটি মৌমাছির চাক দেখতে পেয়ে কাড় (মাছি তাড়ানোর জন্য আগুন দেওয়ার উপযোগী করে বাঁধা গাছের ডাল ও পাতা) বাঁধতে থাকেন তাঁরা। এ সময় গর্জন শুনে সামনের দিকে চোখ তুলতেই একটি বাঘকে লাফ দিতে দেখা যায়। এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে বাঘটি তাঁর পেছনে থাকা মনিরুজ্জামান বাচ্চুর ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তাঁরা আতঙ্কিত হয়ে চিৎকার করেন। বাঘটি বাচ্চুর ঘাড়ে দাঁত বসিয়ে দিয়ে টানতে টানতে বনের
গভীরে নিয়ে যায়।
আজ শনিবার সকালে আরও কিছু গ্রামবাসী ও বনরক্ষীদের সহায়তায় সুন্দরবনের কাছিকাটা ও দারগাংয়ের মধ্যকার বনাঞ্চল থেকে সহযোগীর মৃতদেহ নিয়ে লোকালয়ে ফিরে আসেন সাইফুলরা।
বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে মধু কাটতে ছয়জনের দলটি সুন্দরবনে যায় প্রায় ১৮ দিন আগে। সুন্দরবনে গিয়ে বাঘের কবলে পড়ে জীবন হারানো মনিরুজ্জামানের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।
সুন্দরবনে মনিরুজ্জামান বাচ্চুকে দলনেতা সাইফুল ইসলামের পাশ থেকেই ধরে নিয়ে বাঘ। গর্জন দিয়ে এক লাফে পেছনে থাকা সহযোগীকে ‘টার্গেট’ করলেও সাইফুলসহ অন্যরা কিছুই করতে পারেননি। প্রায় ১৮ ঘণ্টা পর সুন্দরবনের গভীর থেকে বনরক্ষীদের সহায়তায় মনিরুজ্জামানের মৃতদেহ উদ্ধার করা হয়।
ওই মৌয়াল শ্যামনগর উপজেলার গাবুরার ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তাঁর এমন মৃত্যুতে ছয় সদস্যের পরিবারটি অকূলপাথারে পড়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে ছয় সদস্যের মৌয়াল দলের প্রধান ডুমুরিয়া গ্রামের সাইফুল ইসলাম জানান, নৌকায় নামাজ আদায় করে তাঁরা মধুর খোঁজে আবার বনে প্রবেশ করেন। মৌয়ালরা সারিবদ্ধভাবে সুন্দরবনের মধ্যে যাওয়ার চেষ্টা করেন।
সাইফুল আরও জানান, একটি মৌমাছির চাক দেখতে পেয়ে কাড় (মাছি তাড়ানোর জন্য আগুন দেওয়ার উপযোগী করে বাঁধা গাছের ডাল ও পাতা) বাঁধতে থাকেন তাঁরা। এ সময় গর্জন শুনে সামনের দিকে চোখ তুলতেই একটি বাঘকে লাফ দিতে দেখা যায়। এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে বাঘটি তাঁর পেছনে থাকা মনিরুজ্জামান বাচ্চুর ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তাঁরা আতঙ্কিত হয়ে চিৎকার করেন। বাঘটি বাচ্চুর ঘাড়ে দাঁত বসিয়ে দিয়ে টানতে টানতে বনের
গভীরে নিয়ে যায়।
আজ শনিবার সকালে আরও কিছু গ্রামবাসী ও বনরক্ষীদের সহায়তায় সুন্দরবনের কাছিকাটা ও দারগাংয়ের মধ্যকার বনাঞ্চল থেকে সহযোগীর মৃতদেহ নিয়ে লোকালয়ে ফিরে আসেন সাইফুলরা।
বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে মধু কাটতে ছয়জনের দলটি সুন্দরবনে যায় প্রায় ১৮ দিন আগে। সুন্দরবনে গিয়ে বাঘের কবলে পড়ে জীবন হারানো মনিরুজ্জামানের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৪ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৫ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে