Ajker Patrika

বেনাপোল বন্দর দিয়ে গম রপ্তানি বন্ধ করল ভারত

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে গম রপ্তানি বন্ধ করল ভারত

গমের দেশীয় দর স্থিতিশীল রাখতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে গম রপ্তানি করা বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে গমের কোনো নতুন চালান পরিবহনকারী কার্গো বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। 

এর আগে গতকাল শুক্রবার গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। তবে যেসব রপ্তানি চালানের ক্রেডিট লেটার বিজ্ঞপ্তির আগে ইস্যু করা হয়েছে সেসব চালানের গম বন্দরে প্রবেশ করবে। 

জানা যায়, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ হলেও রপ্তানিতে তাদের অংশ মাত্র এক শতাংশের মতো। পরিমাণ ও মূল্য উভয় দিক থেকে ভারতীয় গমের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরে ৫৪ শতাংশ ভারতীয় গম বাংলাদেশে এসেছে। ওই বছর ভারতীয় গমের শীর্ষ ১০ ক্রেতা মধ্যে ছিল-বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইয়েমেন, আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ওমান ও মালয়েশিয়া। 

বেনাপোল বন্দর দিয়ে গম আমদানিকারক প্রতিষ্ঠান নিউ হোপ ফিড অ্যান্ড মিলসের প্রতিনিধি আজিজ বলেন, ভারত সরকারের নিষেধাজ্ঞায় নতুন করে আর গম আমদানি সম্ভব হচ্ছে না। তবে এ নিষেধাজ্ঞা কত দিন পর্যন্ত কার্যকর থাকবে তা বলা যাচ্ছে না। 

বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রচুর পরিমাণে গম আমদানি হয়। তবে নতুন করে আমদানি হচ্ছে না। আমদানিকারকেরা জানিয়েছেন, ভারত নতুন করে গম রপ্তানি বন্ধ করায় তাঁরা ক্রয় করতে পারছেন না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত