জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ঈদগাহের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়। পুলিশ এক পক্ষের দুজনকে গ্রেপ্তার করলে অপর পক্ষের লোকজন থানা ঘেরাও করে। পরে অপর পক্ষের দুজনকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি শান্ত হয়। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
সম্প্রতি উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়ার ঈদগাহের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলার শিকার হন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাফিরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য তুহিন, বিএনপি নেতা সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন।
এ ঘটনায় জাফিরুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। অন্যদিকে প্রতিপক্ষের শাহজাহান আলীরাও আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নেওয়ার আদেশ দেন। পুলিশ আদালতের আদেশে মামলা রেকর্ড করার পর স্বপন হোসেন ও নাসির নামের দুজনকে গ্রেপ্তার করে। তবে অপর পক্ষের কাউকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ হয় এলাকার লোকজন। এ ঘটনায় ঈদগাহ কমিটির পক্ষে মনোহরপুর গ্রামের কয়েক শ নারী-পুরুষ থানা ঘেরাও করে। তাঁদের দাবি, স্বপন ও নাসির নিরপরাধ। তাঁদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।
তবে পুলিশ জানায়, তাঁরা আদালতের আদেশে আসামিদের গ্রেপ্তার করেছে। থানা থেকে তাঁদের ছাড়ার কোনো সুযোগ নেই। তাতে গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়ে। রাত ১০টার দিকে পুলিশ ঈদগাহ কমিটির করা মামলায় নজরুল ইসলাম ডাকু ও রকিবুল নামের দুজনকে গ্রেপ্তার করে। পরে রাত ১১টার দিকে গ্রামবাসী বাড়ি ফিরে যান।
মনোহরপুর দক্ষিণপাড়া ঈদগাহ কমিটির পক্ষে মামলার বাদী জাফিরুল ইসলাম বলেন, ‘শাহজাহান আলীর নেতৃত্বে তাদের লোকজন অন্যায়ভাবে ঈদগাহের প্রাচীর নির্মাণকাজে বাধা দেয় ও লোকজনকে মারধর করে। আবার আমাদের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উভয় পক্ষের পৃথক মামলায় দুই পক্ষের দুজন করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগরে ঈদগাহের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়। পুলিশ এক পক্ষের দুজনকে গ্রেপ্তার করলে অপর পক্ষের লোকজন থানা ঘেরাও করে। পরে অপর পক্ষের দুজনকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি শান্ত হয়। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
সম্প্রতি উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়ার ঈদগাহের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলার শিকার হন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাফিরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য তুহিন, বিএনপি নেতা সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন।
এ ঘটনায় জাফিরুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। অন্যদিকে প্রতিপক্ষের শাহজাহান আলীরাও আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নেওয়ার আদেশ দেন। পুলিশ আদালতের আদেশে মামলা রেকর্ড করার পর স্বপন হোসেন ও নাসির নামের দুজনকে গ্রেপ্তার করে। তবে অপর পক্ষের কাউকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ হয় এলাকার লোকজন। এ ঘটনায় ঈদগাহ কমিটির পক্ষে মনোহরপুর গ্রামের কয়েক শ নারী-পুরুষ থানা ঘেরাও করে। তাঁদের দাবি, স্বপন ও নাসির নিরপরাধ। তাঁদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।
তবে পুলিশ জানায়, তাঁরা আদালতের আদেশে আসামিদের গ্রেপ্তার করেছে। থানা থেকে তাঁদের ছাড়ার কোনো সুযোগ নেই। তাতে গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়ে। রাত ১০টার দিকে পুলিশ ঈদগাহ কমিটির করা মামলায় নজরুল ইসলাম ডাকু ও রকিবুল নামের দুজনকে গ্রেপ্তার করে। পরে রাত ১১টার দিকে গ্রামবাসী বাড়ি ফিরে যান।
মনোহরপুর দক্ষিণপাড়া ঈদগাহ কমিটির পক্ষে মামলার বাদী জাফিরুল ইসলাম বলেন, ‘শাহজাহান আলীর নেতৃত্বে তাদের লোকজন অন্যায়ভাবে ঈদগাহের প্রাচীর নির্মাণকাজে বাধা দেয় ও লোকজনকে মারধর করে। আবার আমাদের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উভয় পক্ষের পৃথক মামলায় দুই পক্ষের দুজন করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
‘নববর্ষে সবাই মিলে একসমানে একসঙ্গে জলকেলিতে যায়, ও ও ভাইয়েরা ও ও বোনেরা, খুশিতে মিলিত হয়।’ গতকাল বুধবার সকালে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসবের অন্যতম জনপ্রিয় গানটি গেয়ে যখন মারমাশিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করলেন, ঠিক সেই সময়ে হাজারো লোকের কলরবে মুখর হয়ে ওঠে রাঙামাটি জেলার রাজস্থলী...
১ মিনিট আগেশিল্পায়নের আগ্রাসনে বিলুপ্তির পথে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত ত্রেখাইল্লা খাল। এর উৎসমুখ ভরাট করে নির্মাণ করা হয়েছে শিল্পপ্রতিষ্ঠান। এতে একসময়ের প্রবহমান খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। স্থানীয়দের দাবি, খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক, না হলে বর্ষায় জলাবদ্ধতা বাড়বে।
৬ মিনিট আগেকুমিল্লার লাকসাম উপজেলার শ্রীপুর গ্রামের নয় বছর বয়সী শিশু রায়হান হোসেন। আজ থেকে আড়াই বছর আগে নিখোঁজ হয়েছিল সে। হন্যে হয়ে খুঁজে পায়নি তার পরিবার। অবশেষে রেলওয়ে পুলিশের সহযোগীতায় মা খুঁজে পেয়ে রায়হান।
১ ঘণ্টা আগেকুড়িগ্রামের সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে