Ajker Patrika

খুলনা সিটি নির্বাচন: বিএনপির ৮ নেতাকে শোকজ

খুলনা প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২৩, ১৮: ০০
খুলনা সিটি নির্বাচন: বিএনপির ৮ নেতাকে শোকজ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশগ্রহণ করার কারণে আট নেতাকে শোকজ করেছে কেন্দ্রীয় বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজের কথা জানানো হয়েছে। 

শোকজ পাওয়া বিএনপি নেতারা হলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশফাকুর রহমান কাঁকন, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মাহবুব কায়সার, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শমসের আলী মিন্টু, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর আমানউল্লাহ আমান, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী ফজলুল কবির টিটো, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুশফিকুস সালেহীন এবং সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মহানগর বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক মাজেদা খাতুন। 

চিঠিতে বলা হয়েছে, ‘১৫ বছর ধরে সরকারের বিরুদ্ধে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। বিএনপি নেত্রী দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে কারাভোগ করছেন। সরকার বিএনপির নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন এবং প্রায় ৫০ লাখ নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই সরকারের অধীনে কোনো প্রকার নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেছেন। সুতরাং, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তার কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য আপনাদের নির্দেশ দেওয়া হলো।’ 

শোকজ পাওয়া ২২ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মাহবুব কায়সার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দীর্ঘ দেড় বছর আগে বিএনপির দলীয় পদ ত্যাগ করেছি। বর্তমানে বিএনপির সঙ্গে আমার কোনো সম্পৃক্তা নেই। ফলে এই শোকজ আমার জন্য কোনোভাবেই প্রযোজ্য নয়।’ 

সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক মাজেদা খাতুন বলেন, ‘বর্তমান কমিটির কোনো পদে আমি নেই। আমাকে কোনো পদে রাখা হয়নি। এখন শোকজ করলেই কি, না করলেই কি? আমি আমার ভোটারদের অধিকার আদায়ে নির্বাচন করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত