Ajker Patrika

ইজতেমায় অংশ নিতে এসে আরও এক জনের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ২৭
Thumbnail image

টঙ্গীর তুরাগ নদের তীরে চলমান বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তাঁর নাম এখলাস মিয়া (৭০)। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার নেত্রকোনার বুরিজুরি সল্পদিঘিয়া এলাকায়। ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন। 

হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এখলাস। পরে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার ফজরের নামাজ শেষে ইজতেমা ময়দানেই তাঁর জানাজা নামাজ পড়ানো হয়। 

এখলাস মিয়াকে নিয়ে প্রথম ধাপের ইজতেমায় অংশ নিতে এসে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চার। মারা যাওয়া চারজনের মধ্যে দুজন মারা গেছেন বুধবার, একজন বৃহস্পতিবার এবং একজন শুক্রবার মারা গেছেন। 

ইজতেমা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, গত বুধবার বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের ইউনুস মিয়া এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চৌহদ্দীগ্রামের জামাল উদ্দিন (৪০) মারা যান। আর বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যান নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার আত্তার সাত্তার (৭০)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত