Ajker Patrika

ঝোড়ো বাতাসে পদ্মা উত্তাল, নৌ চলাচল বিঘ্নিত

প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২১, ১২: ৪১
ঝোড়ো বাতাসে পদ্মা উত্তাল, নৌ চলাচল বিঘ্নিত

শিবচর (মাদারীপুর): আকাশ মেঘলা ও ঝোড়ো বাতাস থাকায় উত্তাল পদ্মা নদী। আজ বৃহস্পতিবার সকাল থেকে মাঝ পদ্মায় ঢেউয়ের মাত্রা বেড়েছে। ঝোড়ো বাতাসের কারণে পদ্মা উত্তাল থাকায় লঞ্চ চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। 

লঞ্চঘাট সূত্রে জানা যায়, সকাল থেকে অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো চলাচল করছে। এ ছাড়া লঞ্চগুলোতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করা হচ্ছে। 

এদিকে ফেরিঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে সব ফেরি চলাচল করছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি আর বাতাস থাকায় পদ্মায় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এতে করে পদ্মা পারাপারে কিছুটা বেশি সময় লাগছে। 

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাটে পরিবহনের তেমন কোনো চাপ নেই। তবে বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। স্বাভাবিকের চেয়ে সময় বেশি লাগছে। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। তবে ঝোড়ো বাতাস বইতে থাকায় মাঝ পদ্মা উত্তাল রয়েছে। দুর্ঘটনা এড়াতে লঞ্চগুলো ধারণক্ষমতার কম যাত্রী নিয়ে চলছে। সে ক্ষেত্রে অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো চলাচল করছে। নৌরুটে যাত্রীদের তেমন চাপও নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত