Ajker Patrika

মাগুরার ভোটার হলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাগুরার ভোটার হলেন সাকিব আল হাসান

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ভোটার এলাকা পরিবর্তন করে নিজ নির্বাচনী আসন মাগুরা-১ এলাকার ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনে সাকিবের করা ভোটার এলাকা পরিবর্তনের আবেদন মঞ্জুর হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

সাকিব আল হাসান আসন্ন জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি রাজধানীর বনানীর ভোটার ছিলেন। গত সোমবার তিনি ভোটার এলাকা পরিবর্তন করে নিজ নির্বাচনী এলাকায় নেওয়ার আবেদন করেন। 

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে প্রার্থী হতে বাংলাদেশের যেকোনো এলাকার ভোটার হলেই হয়। সংশ্লিষ্ট আসনের ভোটার হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রার্থী নিজেই যদি নিজেকে ভোট দিতে না পারেন তখন ভোটারদের মাঝে ভুল বার্তা যায়। এমন উপলব্ধি থেকেই তিনি বর্তমান ঠিকানা পরিবর্তনের আবেদন করেন। 

ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গত ১৪ সেপ্টেম্বরের থেকে সাধারণ নাগরিকদের নতুন করে ভোটার হওয়ার বন্ধ রেখেছে ইসি। তবে সাকিবের ভোটার এলাকা স্থানান্তরের নথি কমিশনে উপস্থাপন করা হয়। কমিশন অনুমোদনের প্রেক্ষিতে তাঁর ভোটার এলাকা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভোটার এলাকা পরিবর্তনের বিষয়ে গত সোমবার দুপুরের পর সাকিব প্রথম জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীরের সঙ্গে দেখা করেন। তারপর সেখান থেকে সিইসি ও ইসি সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন। 

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল আজ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত