Ajker Patrika

ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন গোলাম ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন গোলাম ফারুক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩৫তম কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। আজ শনিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। গোলাম ফারুক বিদায়ী কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

আজ শনিবার ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। পরে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। 

এর আগে গত ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গোলাম ফারুককে কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। তখন তিনি ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা গোলাম ফারুকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে। তার বাবা মৃত খন্দকার হায়দার আলী। ছাত্রজীবনে গোলাম ফারুক উচ্চমাধ্যমিক পর্যন্ত গ্রামেই ছিলেন। সেখানে পড়াশোনা করেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজে। এরপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 

গোলাম ফারুক ২০২০ সালের ৯ নভেম্বর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন।

এছাড়াও কর্মজীবনে গোলাম ফারুক ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দুবার ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং একবার ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ পেয়েছেন এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত