Ajker Patrika

মানিকগঞ্জে সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল প্লাজায় আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৪৯
মানিকগঞ্জে সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ, টোল প্লাজায় আগুন

মানিকগঞ্জের সিঙ্গাইরে কালীগঙ্গা নদীর ওপর ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কওমি ছাত্র পরিষদ ও স্থানীয় জনতা এই কর্মসূচি পালন করে।

এদিকে সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা ঢাকার সাভার উপজেলার তেতুলঝোড়া এলাকায় হেমায়েতপুরে ভাষা শহীদ রফিক টোল প্লাজা ভাঙচুরসহ চারটি বক্সে আগুন ধরিয়ে দেয়। এ সময় মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের দুর্ভোগ এড়াতে ছাত্র-জনতা যান চলাচলের ব্যবস্থা করে।

এদিকে টোল প্লাজার কাছেই পুলিশ ফাঁড়ি থাকলেও পরিস্থিতি মোকাবিলায় তারা নীরব ভূমিকা পালন করে।

মানিকগঞ্জে সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ভাঙচুর। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, কালীগঙ্গা নদীর ওপর স্থাপিত সেতুর টোল প্লাজাটি ঢাকার সাভারে পড়েছে। সেখানে সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত