Ajker Patrika

গাজীপুরে ভাওয়াল কলেজের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ 

গাজীপুর প্রতিনিধি
Thumbnail image

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রীরা। আজ বুধবার অধ্যক্ষের অফিস কক্ষের সামনে বিক্ষোভ হয়। ঘন্টা খানিক অবস্থানের পর শিক্ষকদের আশ্বাসে তারা চলে যায়। 

শিক্ষার্থীরা বলেন, গত ১ জুলাই আগামী এক বছরের সেশন ফি নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু আমরা ২০ দিনও হলে থাকতে পারিনি। গত ৮ আগস্ট হঠাৎ হল বন্ধের নোটিশ দেওয়া হয়। তখন অনেক শিক্ষার্থী বাড়িতে থাকায়, তারা তাদের জরুরি জিনিসপত্র কিছুই হল থেকে নিতে পারেনি। 

তারা বলেন, শিক্ষার্থীদের বই, জামা–কাপড়, রেজিস্ট্রেশন কার্ড সব হলে রয়েছে। এমতাবস্থায় পড়াশোনা ব্যাপক ক্ষতি হচ্ছে। আগামী মাস থেকে ১ম বর্ষের পরীক্ষা। আশপাশে কোথাও বাসা পাওয়া যাচ্ছে না। সমস্যার সমাধান না করলে মহাসড়ক অবরোধ করা হবে। 

তারা আরও বলেন, কলেজ অধ্যক্ষ বারবার আশ্বাস দিচ্ছেন, কিন্তু হল খুলে দিচ্ছেন না। আমাদের হল খুলে না দিলে টাকা ফেরত দিতে হবে। টাকা ফেরত না দিলে আজকের মধ্যেই হল খুলে দিতে হবে। 

এ বিষয়ে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজের ছেলেদের হোস্টেলে ঝামেলা এ জন্য নিরাপত্তার কারণে মেয়েদের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন তাদের হল খুলে দিলে ছেলেরাও দাবি করবে। বিকেলে একটি সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত