নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশের প্রায় ১ কোটি উপকারভোগীর কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে। এ উপকারভোগী পরিবার কীভাবে নির্বাচন করা হয়েছে তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। হালনাগাদ তালিকা সংগ্রহ করে সরকারি প্রতিষ্ঠানকে কমিটির কাছে প্রেরণের সুপারিশ করেছে।
আজ সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্রে জানা গেছে, বৈঠকে টিসিবির কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন কমিটির কাছে উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, ২০২২ সালের মার্চ হতে প্রতি মাসে সারা দেশের নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারের মাঝে গত ২৮ মার্চ পর্যন্ত ২ কোটি লিটার ভোজ্য তেল, ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ১০ হাজার মেট্রিক টন চিনি বিক্রয় করে আসছে। রমজানে ছোলা ও খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়।
জানতে চাইলে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে অগ্রাধিকার তালিকা ধরেই উপকারভোগীদের তালিকা করা হয়েছে। সেটা আমরা পুনরায় খতিয়ে দেখতে বলেছি। পরিসংখ্যান অধিদপ্তর তালিকা করেছেন সেটার সঙ্গে মিলিয়ে নিতে বলেছি। কোনো উপকারভোগী চিহ্নিত করার সময় নিম্ন আয়ের মানুষ যাতে পায় সেই ব্যবস্থা নিতে বলেছি।’
প্রতি ইউনিয়নে যাতে টিসিবির ডিলার থাকে এমন সুপারিশও সংসদীয় কমিটি করেছে বলে জানান আবুল কালাম আজাদ। তিনি বলেন, টিসিবির কার্যক্রম জোরদার করার জন্য আমরা সুপারিশ করেছি। টিসিবির স্মার্ট কার্ড দ্রুত চালু করার জন্য বলেছি। সেখানে একজনের মাল আরেকজন যেন নিতে না পারে এ জন্য চেহারা শনাক্ত করার পদ্ধতি রাখার কথা বলেছি।
টিসিবি এবং সিএন্ডএজি এর কার্যালয়ের অডিট আপত্তিসমূহের কোনো মিল না থাকায় একটি সভার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি করে কমিটিকে অবহিত করার জন্য সুপারিশ করা হয়।
আবুল কালাম আজাদ বলেন, আমরাতো মূলত অডিট আপত্তি নিয়ে কথা বলেছি। সেখানে অডিট অধিদপ্তর ও টিসিবির সঙ্গে তফাৎ আছে, সেগুলো চিহ্নিত করতে বলেছি। একই সঙ্গে অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির জন্য বলেছি। নীতিমালা অনুযায়ী টিসিবির ডিলার নিয়োগের জন্য বলেছি।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, সিদ্দিকুর রহমান পাটোয়ারি, আনোয়ারুল আশরাফ খান এবং নাজমা আক্তার।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশের প্রায় ১ কোটি উপকারভোগীর কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে। এ উপকারভোগী পরিবার কীভাবে নির্বাচন করা হয়েছে তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। হালনাগাদ তালিকা সংগ্রহ করে সরকারি প্রতিষ্ঠানকে কমিটির কাছে প্রেরণের সুপারিশ করেছে।
আজ সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্রে জানা গেছে, বৈঠকে টিসিবির কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন কমিটির কাছে উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, ২০২২ সালের মার্চ হতে প্রতি মাসে সারা দেশের নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারের মাঝে গত ২৮ মার্চ পর্যন্ত ২ কোটি লিটার ভোজ্য তেল, ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ১০ হাজার মেট্রিক টন চিনি বিক্রয় করে আসছে। রমজানে ছোলা ও খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়।
জানতে চাইলে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে অগ্রাধিকার তালিকা ধরেই উপকারভোগীদের তালিকা করা হয়েছে। সেটা আমরা পুনরায় খতিয়ে দেখতে বলেছি। পরিসংখ্যান অধিদপ্তর তালিকা করেছেন সেটার সঙ্গে মিলিয়ে নিতে বলেছি। কোনো উপকারভোগী চিহ্নিত করার সময় নিম্ন আয়ের মানুষ যাতে পায় সেই ব্যবস্থা নিতে বলেছি।’
প্রতি ইউনিয়নে যাতে টিসিবির ডিলার থাকে এমন সুপারিশও সংসদীয় কমিটি করেছে বলে জানান আবুল কালাম আজাদ। তিনি বলেন, টিসিবির কার্যক্রম জোরদার করার জন্য আমরা সুপারিশ করেছি। টিসিবির স্মার্ট কার্ড দ্রুত চালু করার জন্য বলেছি। সেখানে একজনের মাল আরেকজন যেন নিতে না পারে এ জন্য চেহারা শনাক্ত করার পদ্ধতি রাখার কথা বলেছি।
টিসিবি এবং সিএন্ডএজি এর কার্যালয়ের অডিট আপত্তিসমূহের কোনো মিল না থাকায় একটি সভার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি করে কমিটিকে অবহিত করার জন্য সুপারিশ করা হয়।
আবুল কালাম আজাদ বলেন, আমরাতো মূলত অডিট আপত্তি নিয়ে কথা বলেছি। সেখানে অডিট অধিদপ্তর ও টিসিবির সঙ্গে তফাৎ আছে, সেগুলো চিহ্নিত করতে বলেছি। একই সঙ্গে অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির জন্য বলেছি। নীতিমালা অনুযায়ী টিসিবির ডিলার নিয়োগের জন্য বলেছি।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, সিদ্দিকুর রহমান পাটোয়ারি, আনোয়ারুল আশরাফ খান এবং নাজমা আক্তার।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘মেয়েটি বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছেন এবং সেই ঘটনায় তিনি মামলা করেছিলেন। আবারও তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এই ক্ষোভ থেকেই বাবাকে হত্যা করেছেন বলে মেয়েটি আমাদের জানিয়েছেন।’
৪ মিনিট আগেপতিসরে বিশ্বকবির স্মৃতি নিদর্শনের অন্যতম কাছারি বাড়ি। একসময় জমিদারি দেখাশোনার জন্য এই কাছারি বাড়িতে এসেছিলেন কবিগুরু। এখানে বসে অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন তিনি। সেই স্মৃতি আজও বয়ে বেড়ায় পতিসরের মানুষ।
২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা থেকে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা ডি-ব্লকের একটি বাসা থেকে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
২ ঘণ্টা আগেআজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন করা হয়েছে। আজ থেকে সেখানে শুরু হচ্ছে কবির গান, কবিতা, শিল্প-সাহিত্য নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক...
২ ঘণ্টা আগে