অনলাইন ডেস্ক
জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাসহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক পৃথকভাবে রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের এ তথ্যগুলো নিশ্চিত করেন।
ইনু-মেনু-শাকিল-রুপা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ গোল চত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ইনু ও মেননকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার ইনু ও মেননকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। শাকিল ও রুপার সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। তাঁদের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী।
এ ঘটনায় তাঁর বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও ১৪ দলের নেতা-কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশকে ব্যবহার করে মিরপুরে ছাত্র-জনতার সমাবেশে গুলি চালান। গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁদেরকে আটক করে পুলিশ। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার প্রাক্কালে শাকিল ও রুপাকে আটক করে পুলিশ।
সাবেক সংসদ সদস্য ছানোয়ারসহ তিনজন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ তিনজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাকি দুজন হলেন ভাটারা থানা আওয়ামী লীগ নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী ও বি.বাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু মুসা আনসারী।
তাঁদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
আগের দিন রোববার তাঁদের কারাগারে পাঠানো হয়। ওই দিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রাজধানীর ভাটারা থানার এসআই মো. ফরহাদ কালাম সুজন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। পরে আদালত তাঁদের কারাগারে পাঠান এবং রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। পরে এই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানার বারিধারা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির।
পরে আসামিদের ছোড়া ছররা গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফেরেন তিনি। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ভুক্তভোগী মিঠুন ফকির ৮৮ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভাটারা থানায় মামলা করেন।
জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাসহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক পৃথকভাবে রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মেয়াদের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের এ তথ্যগুলো নিশ্চিত করেন।
ইনু-মেনু-শাকিল-রুপা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ গোল চত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ইনু ও মেননকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার ইনু ও মেননকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। শাকিল ও রুপার সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। তাঁদের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোল চত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী।
এ ঘটনায় তাঁর বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও ১৪ দলের নেতা-কর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশকে ব্যবহার করে মিরপুরে ছাত্র-জনতার সমাবেশে গুলি চালান। গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁদেরকে আটক করে পুলিশ। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার প্রাক্কালে শাকিল ও রুপাকে আটক করে পুলিশ।
সাবেক সংসদ সদস্য ছানোয়ারসহ তিনজন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ তিনজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বাকি দুজন হলেন ভাটারা থানা আওয়ামী লীগ নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী ও বি.বাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু মুসা আনসারী।
তাঁদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
আগের দিন রোববার তাঁদের কারাগারে পাঠানো হয়। ওই দিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রাজধানীর ভাটারা থানার এসআই মো. ফরহাদ কালাম সুজন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। পরে আদালত তাঁদের কারাগারে পাঠান এবং রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। পরে এই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে হাজির করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানার বারিধারা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির।
পরে আসামিদের ছোড়া ছররা গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফেরেন তিনি। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ভুক্তভোগী মিঠুন ফকির ৮৮ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভাটারা থানায় মামলা করেন।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৫ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৬ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৬ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৭ ঘণ্টা আগে