Ajker Patrika

শিবচরে কাজ শেষে বাড়ি ফেরা হলো না ২ বন্ধুর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ০০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। তাঁরা গ্যারেজে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পূর্ব সন্ন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন লিমন ব্যাপারী (২১) ও নয়ন (২১)। লিমন ব্যাপারী শিবচর পৌরসভার ঠেঙ্গামারা এলাকার নুর মোহাম্মদ ব্যাপারীর ছেলে আর নয়ন মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার রুস্তুম হাওলাদারের ছেলে। তাঁরা দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে সূর্যনগর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন লিমন ও নয়ন। তাঁরা পূর্ব সন্ন্যাসীরচর এলাকায় পৌঁছালে বালুবাহী একটি ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক লিমন ব্যাপারীর মৃত্যু হয় এবং পেছনে থাকা নয়ন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং আহত একজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ডাম্পট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবার থেকে লিখিত আবেদন পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত