নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্টে আবারও আইনজীবীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ নিয়েই মূল জটিলতা। ওই পদ দখলের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। আজ বুধবার দুপুরে সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে হাতাহাতি হয়।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেখানে কয়েক শ আইনজীবী অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব ফজলুর রহমান। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার সময় সেখানে থাকা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। একপর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা সম্পাদকের কক্ষের নেমপ্লেট খুলে ফেলেন। হাতাহাতিতে আওয়ামী লীগপন্থী আইনজীবী নজরুল ইসলাম প্রামাণিক আহত হন বলে জানা গেছে।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগপন্থীরা জয়বাংলা স্লোগান দিয়ে হামলা করে। এর পর উভয় পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে, যা দুঃখজনক। তবে স্বঘোষিত সম্পাদক স্বেচ্ছায় বিদায় না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী ফোরামের মমতাজ উদ্দিন ফকির, আবদুন নূর দুলাল ও শহিদুল ইসলামের মোবাইলে বেশ কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।
এর আগে আওয়ামীপন্থীদের ঘোষিত অজি উল্লাহর নেতৃত্বাধীন নির্বাচন উপকমিটি গত ২৭ এপ্রিল সম্মেলন কক্ষের তালা ভেঙে সম্পাদক পদের ভোট গণনা করতে যায়। তখন উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়। সে ঘটনায় কয়েকজন আইনজীবী আহত হন। পরে ওই রাতেই ভোট পুনরায় গণনা শেষে সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক আইনজীবী আবদুন নূর দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ মার্চ। ভোট গণনা শেষে ১৭ মার্চ রাতে ফল ঘোষণা করতে গেলে সম্পাদক পদে ভোট পুনঃগণনার দাবি তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ নাকচ করে ফলাফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। ওই সময় আবদুন নূর দুলাল লিখিতভাবে ভোট পুনরায় গণনার আবেদন করেন। সৃষ্ট জটিলতা নিরসনে গত ৬ এপ্রিল সাবেক সভাপতি ও সম্পাদকদের সঙ্গে যৌথ বৈঠক করে কার্য নির্বাহী কমিটি। এর পর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ ওয়াই মশিউজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেন।
সুপ্রিম কোর্টে আবারও আইনজীবীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ নিয়েই মূল জটিলতা। ওই পদ দখলের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। আজ বুধবার দুপুরে সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে হাতাহাতি হয়।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেখানে কয়েক শ আইনজীবী অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব ফজলুর রহমান। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার সময় সেখানে থাকা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। একপর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা সম্পাদকের কক্ষের নেমপ্লেট খুলে ফেলেন। হাতাহাতিতে আওয়ামী লীগপন্থী আইনজীবী নজরুল ইসলাম প্রামাণিক আহত হন বলে জানা গেছে।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগপন্থীরা জয়বাংলা স্লোগান দিয়ে হামলা করে। এর পর উভয় পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে, যা দুঃখজনক। তবে স্বঘোষিত সম্পাদক স্বেচ্ছায় বিদায় না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী ফোরামের মমতাজ উদ্দিন ফকির, আবদুন নূর দুলাল ও শহিদুল ইসলামের মোবাইলে বেশ কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।
এর আগে আওয়ামীপন্থীদের ঘোষিত অজি উল্লাহর নেতৃত্বাধীন নির্বাচন উপকমিটি গত ২৭ এপ্রিল সম্মেলন কক্ষের তালা ভেঙে সম্পাদক পদের ভোট গণনা করতে যায়। তখন উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়। সে ঘটনায় কয়েকজন আইনজীবী আহত হন। পরে ওই রাতেই ভোট পুনরায় গণনা শেষে সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক আইনজীবী আবদুন নূর দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ মার্চ। ভোট গণনা শেষে ১৭ মার্চ রাতে ফল ঘোষণা করতে গেলে সম্পাদক পদে ভোট পুনঃগণনার দাবি তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ নাকচ করে ফলাফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। ওই সময় আবদুন নূর দুলাল লিখিতভাবে ভোট পুনরায় গণনার আবেদন করেন। সৃষ্ট জটিলতা নিরসনে গত ৬ এপ্রিল সাবেক সভাপতি ও সম্পাদকদের সঙ্গে যৌথ বৈঠক করে কার্য নির্বাহী কমিটি। এর পর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ ওয়াই মশিউজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেন।
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩৯ মিনিট আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৪১ মিনিট আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
১ ঘণ্টা আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১ ঘণ্টা আগে