Ajker Patrika

গাজীপুরে চলন্ত ট্রাকে আগুন, দগ্ধ ২

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৩: ০৯
গাজীপুরে চলন্ত ট্রাকে আগুন, দগ্ধ ২

গাজীপুরের কালিয়াকৈরে রডবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক সাইফুল ইসলাম (৪৭) ও হেলপার মো. জনি (২৪) দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে কালিয়াকৈরে উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

দগ্ধ ট্রাকচালক ও হেলপারকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, সাইফুল ইসলামের শরীরের ১৭ শতাংশ এবং জনির ১০ শতাংশ পুড়ে গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে রড বোঝাই করে একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান লতিফপুর ফুটওভার ব্রিজের নিচে টাঙ্গাইলগামী লেনে পৌঁছামাত্রই কয়েক জন যুবক মোটরসাইকেল এসে ট্রাকটিতে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ট্রাকের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, চলন্ত ট্রাকের মধ্যে ঢিল ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ায় চালক ও সহযোগী বের হতে পারেননি। এতে দুজনই আহত হয়েছেন। 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়া আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ভোরে কয়েক যুবক পেট্রল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছেন। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

চালক সাইফুল ইসলাম (৪৭) ও মো. জনি (২৪)। সাইফুল ইসলামের ১৭ শতাংশ জনির দশ শতাংশ। কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত