ফরিদপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে দেশ চালানোর ভার নিয়েছেন বলে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। শনিবার (২০ জানুয়ারি) ফরিদপুর শহরের আলীপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুর–১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ জন্য তাঁকে গণসংবর্ধনা দেয় জেলা আওয়ামী লীগ।
সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুর রহমান বলেন, ‘আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে দেশ চালাবার ভার নিয়েছেন। বাংলার মানুষ তাঁকে টানা চার চারবার প্রধানমন্ত্রী করল, বর্তমান পঞ্চমবারের মতো। আমাদের প্রয়োজন তাঁর হাতকে শক্তিশালী করা। তাঁর হাতকে শক্তিশালী করতে পারলেই নিশ্চয়ই এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হবে, সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ হবে।’
তিনি বলেন, ‘আজ শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র চলবে। কিন্তু আমি মনে করি, ফরিদপুরের আওয়ামী লীগের একজন নেতা–কর্মী বেঁচে থাকতে প্রিয় নেত্রী শেখ হাসিনার একটুকুও ক্ষতি কেউ করতে পারবে না। ঐক্যবদ্ধভাবে সামনের দৃশ্যমান দুঃসময় মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে।’
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অনুষ্ঠানে শুরুতে আব্দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। এ সময় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহ–সভাপতি শ্যামল ব্যানার্জী, মাঈনুদ্দিন আহমেদ মানু, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র অমিতাভ বোস ও ঝর্ণা হাসানসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে দেশ চালানোর ভার নিয়েছেন বলে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। শনিবার (২০ জানুয়ারি) ফরিদপুর শহরের আলীপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুর–১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ জন্য তাঁকে গণসংবর্ধনা দেয় জেলা আওয়ামী লীগ।
সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুর রহমান বলেন, ‘আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক বড় চ্যালেঞ্জ হাতে নিয়ে দেশ চালাবার ভার নিয়েছেন। বাংলার মানুষ তাঁকে টানা চার চারবার প্রধানমন্ত্রী করল, বর্তমান পঞ্চমবারের মতো। আমাদের প্রয়োজন তাঁর হাতকে শক্তিশালী করা। তাঁর হাতকে শক্তিশালী করতে পারলেই নিশ্চয়ই এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হবে, সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ হবে।’
তিনি বলেন, ‘আজ শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র চলবে। কিন্তু আমি মনে করি, ফরিদপুরের আওয়ামী লীগের একজন নেতা–কর্মী বেঁচে থাকতে প্রিয় নেত্রী শেখ হাসিনার একটুকুও ক্ষতি কেউ করতে পারবে না। ঐক্যবদ্ধভাবে সামনের দৃশ্যমান দুঃসময় মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে।’
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অনুষ্ঠানে শুরুতে আব্দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। এ সময় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহ–সভাপতি শ্যামল ব্যানার্জী, মাঈনুদ্দিন আহমেদ মানু, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র অমিতাভ বোস ও ঝর্ণা হাসানসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
৪ ঘণ্টা আগেনিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৫ ঘণ্টা আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে