নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার ঢাকায় ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল মঙ্গলবার সারাদিনও থাকবে রিমালের প্রভাব। এদিন ঢাকার আকাশ মেঘলা থাকবে ও বৃষ্টি ঝরবে। এর পরের আরও দুই থেকে তিনদিন ঢাকাসহ দেশের আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে। গরম থাকলেও সেটি সহনীয় হবে।
আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সোমবার রিমালের প্রভাবে ঢাকায় বৃষ্টি হয়েছে ১৫১ মিলিমিটার। আর দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ২৩৫ মিলিমিটার। পটুয়াখালীতে ২১১ মিলিমিটার। এ ছাড়া চাঁদপুর, ফেনী, খুলনা আর সাতক্ষীরাতেও ১০০ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতুলিয়াতে ৩৩ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘রিমালের প্রভাবে মঙ্গলবার বৃষ্টি থাকবে। এরপরের দুই থেকে তিন দিন আবহাওয়া ঠান্ডা ঠান্ডায় থাকবে। এরপর গরম আসবে। তবে জুনে তেমন তাপপ্রবাহ হয় না। এই সময়ে মৌসুমি বায়ু প্রবেশ করে দেশে।’
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান গতকাল বলেন, ‘রিমাল সকালে প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড় ও সবশেষে উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের মধ্যভাগে অবস্থান নেয়। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আজ মঙ্গলবার আরও দুর্বল হয়ে বৃষ্টি ঝড়িয়ে একই দিক দিয়ে নিম্নচাপ আকারে আসামের দিকে চলে যাবে।’
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের আগামীকাল তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার ঢাকায় ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল মঙ্গলবার সারাদিনও থাকবে রিমালের প্রভাব। এদিন ঢাকার আকাশ মেঘলা থাকবে ও বৃষ্টি ঝরবে। এর পরের আরও দুই থেকে তিনদিন ঢাকাসহ দেশের আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে। গরম থাকলেও সেটি সহনীয় হবে।
আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সোমবার রিমালের প্রভাবে ঢাকায় বৃষ্টি হয়েছে ১৫১ মিলিমিটার। আর দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ২৩৫ মিলিমিটার। পটুয়াখালীতে ২১১ মিলিমিটার। এ ছাড়া চাঁদপুর, ফেনী, খুলনা আর সাতক্ষীরাতেও ১০০ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতুলিয়াতে ৩৩ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘রিমালের প্রভাবে মঙ্গলবার বৃষ্টি থাকবে। এরপরের দুই থেকে তিন দিন আবহাওয়া ঠান্ডা ঠান্ডায় থাকবে। এরপর গরম আসবে। তবে জুনে তেমন তাপপ্রবাহ হয় না। এই সময়ে মৌসুমি বায়ু প্রবেশ করে দেশে।’
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান গতকাল বলেন, ‘রিমাল সকালে প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড় ও সবশেষে উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের মধ্যভাগে অবস্থান নেয়। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে আজ মঙ্গলবার আরও দুর্বল হয়ে বৃষ্টি ঝড়িয়ে একই দিক দিয়ে নিম্নচাপ আকারে আসামের দিকে চলে যাবে।’
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের আগামীকাল তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আসন্ন বুদ্ধপূর্ণিমা-২০২৫ উদ্যাপনে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১৩ মিনিট আগেমৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার অনুপ্রবেশের দায়ে ৭৩ জন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ৫৫-৫৮ জন
২১ মিনিট আগেসাগরপথে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৭৪২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১১ জনকে আটক করা হয়েছে। এই বিপুল সার মিয়ানমারের রাখাইনে পাচারের চেষ্টা করছিলেন পাচারকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
২৪ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের সীমান্তে ভয়ের কোনো কারণ নেই। আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ (সিকিউর)। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারবে।’ আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের
৩০ মিনিট আগে