Ajker Patrika

সিরাজদিখানে জরাজীর্ণ ভবনে চলছে ডাক সেবা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর উপ-পোস্ট অফিসের কার্যক্রম ঝুঁকি নিয়ে চলছে জরাজীর্ণ ভবনে। আধা পাকা ভবনটির টিনের চাল মরিচায় অসংখ্য ফুটো হয়ে ঝাঁজরা হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই পানিতে ভিজে একাকার হয় কক্ষের আসবাব পত্র। এরই মধ্যে নষ্টের পথে রয়েছে আসবাবগুলো। ক্ষতির হাত থেকে রক্ষা পেতে টেবিলের ফাইলপত্র ঢেকে রাখতে হচ্ছে পলিথিন দিয়ে। খসে পড়েছে দেওয়ালের পলেস্তারাও। 

জরাজীর্ণ এই ভবনের একটি কক্ষে পোস্ট মাস্টার, পোস্টাল অপারেটর ও পোস্টম্যানেরা ঝুঁকি নিয়েই কাজ করছেন। রাতে পাহারা দেওয়ার জন্য নৈশপ্রহরীও থাকছেন একই কক্ষে। এই ভাবেই চলছে পোস্ট অফিসের কার্যক্রম।

সোমবার বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে অবস্থিত এই পোস্ট অফিসটি বয়সের ভানে জীর্ণ। এরই মধ্যে ঝুঁকি নিয়ে ভবনটিতে পোস্ট অফিসের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে দুজন পোস্টম্যান। দূর থেকে পরিত্যক্ত ভবন বলে মনে হওয়া এই ভবনেই চলছে সরকারি কাজ। ভবনটি যে কোনো সময় ধসে একটি দুর্ঘটনা ঘটতে পারে।

শিক্ষার্থী মো. আজিম হাওলাদার বলেন, ‘আমি ডাকে কিছু কাগজপত্র পাঠানোর জন্য এসেছি। ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এবং ভেতরের অবস্থা ভুতুড়ে ঘরের মতো। তারপরও তাঁরা খুবই আন্তরিক। যাওয়ার সঙ্গে সঙ্গেই সেবা দিচ্ছেন হাসিমুখে। সরকারি অতিগুরুত্বপূর্ণ অফিস যদি এ রকম বাজে অবস্থা থাকে তবে মানুষজন কীভাবে সেবা নিবে? 

মালখানগর উপ-পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার অসীম বাড়ৈ জানান, ‘আমি কয়েক মাস হলো এসেছি। আমাদের নিজস্ব কোনো জায়গা নেই। নানা চেষ্টা-তদবির করে কোথাও ওঠার মতো একটু জায়গা খুঁজে পাচ্ছি না। তাই জীবনের ঝুঁকি নিয়েই এখানে থাকতে হচ্ছে। বৃষ্টি এলে সবকিছু পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত